হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সমুদ্রের ঢেউ গুনতে গুনতে এবার কফির কাপে চুমুক! দিঘাকে ঢেলে সাজাতে বড় ঘোষণা

Digha | Coffee House: সমুদ্রের ঢেউ গুনতে গুনতে এবার কফির কাপে চুমুক! দিঘাকে ঢেলে সাজাতে বড় ঘোষণা সরকারের

দার্জিলিঙের পাহাড়ের পরে এবার দিঘার সমুদ্র সৈকতে। তৈরি হতে চলেছে নতুন কফি হাউস। দিঘার কফি হাউসের নাম দেওয়া হয়েছে স্বরবর্ণ।

  • Share this:

দক্ষিণবঙ্গ: দার্জিলিংয়ের পরে, এবার দিঘা। সমুদ্রের ধারে হতে চলেছে নয়া কফি হাউজ। নাম হচ্ছে স্বরবর্ণ। সূত্রের খবর, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই কফি হাউজ তৈরির আবেদন রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দিঘা সফরে এই কফি হাউজ তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন। বর্তমানে সারাবছর দিঘায় পর্যটকদের যাতায়াত লেগেই আছে। একাধিক নয়া হোটেল, রেস্তোরাঁ এই সব গজিয়ে উঠেছে। এই অবস্থায় সেখানে নয়া কফি হাউজ তৈরি হলে তা পর্যটকদের কাছেও ভীষণ আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে।

একটি পুস্তক বিপণি সংস্থা ইতিমধ্যেই ওল্ড দিঘায় একটি কফি হাউজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের নয়া বই বিপণি খোলা হয়েছে। সেখানেই এই কফি হাউজ খোলা হবে। এছাড়া সমুদ্রের পাশেও একাধিক হোটেলে রুফটপ কফি শপ রয়েছে। এই অবস্থায় স্বরবর্ণ পর্যটকদের ভাল লাগবে বলেই মনে করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন: আর যানজটের ভোগান্তি নয়! দ্রুতই বদলাতে চলেছে ই এম বাইপাসের গোটা মানচিত্র, তৈরি হচ্ছে ঝাঁ চকচকে স্কাইওয়াক, সঙ্গে উড়ালপুল!

অন্যদিকে, দিঘা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দিঘার একটি বিচের নাম রেখেছেন ঢেউ সাগর ও অপরটির নাম রেখেছেন সূর্য সাগর। দুটি বিচের দুটি নাম। দীর্ঘ প্রায় সাত কিমি বরাবর নতুন করে সেজে উঠছে দিঘার সমুদ্র সৈকত। আরও মনোরম করা হচ্ছে বিচকে। পর্যটকদের আকর্ষণ করার জন্য বিশেষ করে নেওয়া হয়েছে এই নয়া উদ্যোগ।

বিচ ধরে মেরিন ড্রাইভ রোড ধরে মমতা মর্নিং ওয়াকও করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সৈতক নগরী যাতে পরিচ্ছন্ন থাকে ঔজ্জ্বল্য বজায় থাকে তা প্রশাসন. ব্যবসায়ী, পর্যটক সবাইকে মিলেই করতে হবে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, এখন দিঘা বদলে গিয়েছে। বিদেশি পর্যটকদেরও কাছেও দিঘা এখন অন্যতম ডেস্টিনেশন।

আরও পড়ুন: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে', আদালতে ফের বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের

আগামী কয়েকমাসে তৈরি হয়ে যাবে দিঘার জগন্নাথ মন্দির। ফলে বহু মানুষের আগ্রহ বাড়বে দিঘাকে কেন্দ্র করে৷ নানা বাজেটের হোটেল ইতিমধ্যেই আছে। এছাড়া নানা রিসর্ট তৈরি হয়েছে। তাজপুর, মন্দারমণির সাথে যোগাযোগ বাড়ানোর জন্য মেরিন ড্রাইভও হয়ে গেছে। পর্যটকদের জন্য এবার নয়া চেহারায় হাজির হচ্ছে দিঘা।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Digha, Digha Beach