#দিঘা: ট্রেন আসা যাওয়া, পর্যটকদের ট্রেন থেকে ওঠানামা, দিঘা স্টেশনের এসব ছবি পুরোপুরি পাল্টে গিয়েছে। সেই জায়গায় গোটা স্টেশন চত্বর এখন ফাঁকা ধূ ধূ করছে। সমুদ্র শহরের স্টেশন জুড়ে শুধুই ফাঁকা, শুনসানেরই ছবি। লকডাউন পিরিয়ডে সেই রেলস্টেশনে মাঝেমধ্যেই বসছে পংক্তি ভোজন। কর্মহীন হকার থেকে পথের ভিক্ষুক, সবার জন্যই ডাল ভাতের ব্যবস্থা করছে রেলপুলিশ। গতকাল সেই মেন্যুতে অবশ্য ডালভাতের সঙ্গে মাংসের ব্যবস্থাও ছিল। প্রায় ১০০ জনকে স্টেশন চত্বরে বসিয়ে পেটপুরে খাওয়ানো হয়। রেলপুলিশের উদ্যোগে খাওয়া দাওয়া করেন দিঘার গরীব মানুষজনও। স্টেশনে বসে এমন কঠিন সময়ে মাংস ভাত পেটপুরে খেতে পেয়ে খুশি সকলেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha station, Food