#দিঘা: দিঘার হোটেলের বন্ধ ঘর থেকে ফের উদ্ধার পর্যটকের ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য সৈকত শহর জুড়ে৷ দিঘার একটি হোটেলের রুম থেকে ওই পর্যটকের মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা৷
জানা গেছে, উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকা থেকে ১৪ জনের একটি দল দিঘায় বেড়াতে আসে। নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে তারা উঠেছিল। যে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি শরীর ভাল নেই বলে হোটেলে থেকে যান৷ তাই সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সি বিচে বেড়াতে চলে যান৷ শরীর ভাল নেই বলে হোটেলের ঘরে একা থেকে যায় ওই যুবক। পরিবারের সদস্যরা ফিরে এসে দেখে সিলিং ফ্যানে গামছা গলায় ঝুলছে যুবক। তড়িঘড়ি উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এলে সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন - তুখোড় যৌন আবেদন, সৌন্দর্যও নজরকাড়া! নিজের রাশি অনুযায়ি লিপস্টিকের শেড বাছলেই হবে কামাল
জানা গেছে, মৃত যুবক জয় কর্মকার (২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার ঘুমা নিবেদিতা পল্লীর বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sujit bhowmik
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Digha News