নিম্নচাপ আরও ঘণীভূত ! দিঘা-মন্দারমণির সমুদ্র-সৈকতে জারি সতর্কতা

দিঘা-মন্দারমণি, শঙ্করপুর-তাজপুরের সি-বিচে পর্যটকদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

    #দিঘা: নিম্নচাপ ক্রমেই গভীর হচ্ছে ৷ এর ফলে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় চলছে লাগাতার বৃষ্টি ৷ এই অকাল বৃষ্টিতে স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ নিম্নচাপ আরও ঘণীভূত হওয়ায় সমুদ্র উপকূলে জারি হয়েছে সতর্কতা ৷ দিঘা-মন্দারমণি, শঙ্করপুর-তাজপুরের সি-বিচে পর্যটকদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সতর্ক করেছে পুলিশ প্রশাসন ৷

    এদিকে ইতিমধ্যেই ট্রলার উল্টে ৫ মৎস্যজীবী নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে ৷ সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন তাঁরা বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নামখানার লুখিয়ান দ্বীপের কাছে ৷ গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রে উল্টে যায় ট্রলার ৷ জলে তলিয়ে যান মৎস্যজীবীরা বলে খবর ৷ নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে এখন চলছে জোর তল্লাশি ৷

    tolardudi-thereport24

    নিম্নচাপ আপাতত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশার উপকূলবর্তী বন্দর শহর পারাদ্বীপের কাছে অবস্থান করছে ৷ আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী হবে এই নিম্নচাপ বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পারাদ্বীপ থেকে ৪২০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ ৷ শেষপর্যন্ত তা বাংলাদেশের দিকে সরে যাবে কি না, সেটাই খতিয়ে দেখছেন আবহাওয়াবিদরা ৷ বাংলাদেশের  খেপুপাড়া থেকে আপাতত ৮০০ কিমি দূরে নিম্নচাপ অবস্থান করছে ৷ আগামী ৪৮ ঘণ্টায় যা বাংলাদেশের দিকে আরোই সরে যাওয়ার সম্ভাবনা ৷ এর জেরে আজ, শনিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে  ৷

    First published:

    Tags: Digha, Mandarmani, Rain Forecast, Sea Beach, Sea Beach Security