দিঘা: গোটা দিঘা জুড়ে 'শুভনন্দন' পোস্টার। দিঘায় এসে শুভনন্দন শব্দবন্ধ তৈরি করেছেন তিনি৷ আর সেই শব্দবন্ধ ইতিমধ্যেই ব্যবহৃত শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আপনাদের সবাইকে নব বৈশাখের শুভনন্দন জানাই। সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু বাংলায় নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম আজ।''
রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে যে চর্চা করেন বাংলার মুখ্যমন্ত্রী, তা সকলেরই জানা। রাজ্যের বহু সামাজিক প্রকল্পের চমকপ্রদ নাম তাঁরই দেওয়া। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘চোখের আলো’র মতো প্রকল্পের পাশাপাশি ‘ভোরের আলো’, ‘উত্তীর্ণ’, ‘উত্তরকন্যা’র মতো পর্যটন ক্ষেত্র কিংবা সচিবালয়ের নামও তাঁরই দেওয়া। এছাড়া নানাজনের নামকরণের বিষয়টিও তাঁর সারাক্ষণের নজরে আছে। ভাষা চর্চাতেও তিনি অনেকের চেয়ে এগিয়ে। এবার বাংলা অভিধানে নতুন শব্দ সংযোজনেও এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বালিতে হঠাৎ লোকাল ট্রেনে লকেট! তারপর যা ঘটল, ভাবতেই পারবেন না, যাত্রীরা বললেন...
দিঘা প্রেস ক্লাবের উদ্বোধন করে তিনি বলেছিলেন, ''আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম, শুভনন্দন।''
আরও পড়ুন: শনিবার রাত থেকে রবিবার সকাল, শিয়ালদহ থেকে বন্ধ ট্রেন! বাতিল বহু লোকাল, দূরপাল্লা নিয়েও বড় খবর
বাংলা ভাষা, সাহিত্য নিয়ে নিরন্তর চর্চা করেন মুখ্যমন্ত্রী। তার একাধিক বই প্রকাশ হয়৷ কলকাতার যে কোনও পার্ক হোক কিংবা একাধিক প্রকল্পের নামও তাঁরই দেওয়া। এছাড়া সদ্যোজাতদের নামও দিয়ে থাকেন তিনি। শুধু তাই নয়, নিজের লেখালেখিও নিয়েও তিনি সচেতন। ছড়া, কবিতা, প্রবন্ধ মিলে তাঁর ১২৫টি বই রয়েছে। মাতৃভাষা নিয়ে এতটা চর্চা যাঁর, তিনি নতুন শব্দ প্রয়োগ নিয়ে ভাববেন, সেটা তো স্বাভাবিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Mamata at Digha, Mamata Banerjee