#দিঘা: আমফানের ধাক্কায় ছিন্নভিন্ন সবুজ। সংকটে দিঘার ঝাউবন। ঘূর্ণিঝড়ের দাপটে ধরাশায়ী বহু গাছ। কোথাও আবার জলে ডুবে ঝাউবন।
শোনো দূরে সমুদ্রের স্বর, আর ঝাউবনে স্বপ্নের মতো নিস্বন...
বাঙালির কাছে ঝাউবন মানে অনেক কিছু....ঝাউবন কবিতায়, ঝাউবন গল্পে, ঝাউবন গানে...। কিন্তু দিঘার সেই ঝাউবনই আজ সংকটে! আমফানের ধাক্কায় তছনছ। উপড়ে গেছে একের পর এক গাছ।
চলো না দিঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় / শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা...দিঘাায় সমুদ্র তো আছেই, তবে ঝাউবনের আলাদা আকর্ষণ...।
কিন্তু এখন সেই আমফানের ধাক্কায় ঝাউবনের বুকে গভীর ক্ষত। কোথাও রাস্তায় হেলে পড়েছে ঝাউগাছ...কোথাও জলে ডুবে।
বিশেষজ্ঞদের মতে, সমুদ্র লাগোয়া এলাকাকে আগলে রাখে ঝাউবন । অনেক সময় ঝড়ে ক্ষয়ক্ষতির হাত থেকেও বাঁচায় । জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে সৈকত লাগোয়া এলাকাকে । দিঘার সেই ঢালই আজ ক্ষতবিক্ষত। এখন ঝড়ে পড়া গাছগুলোই দুর্গতদের খড়কুটো। জ্বালানির জন্য ভেঙে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Amphan, Digha Jhaubon