Home /News /south-bengal /
বেলুড়ের এ কী হাল, মঠ প্রাঙ্গনে পড়ে রইল ইতিহাস বিজড়িত বহু গাছ, শোকস্তব্ধ মহারাজরা

বেলুড়ের এ কী হাল, মঠ প্রাঙ্গনে পড়ে রইল ইতিহাস বিজড়িত বহু গাছ, শোকস্তব্ধ মহারাজরা

স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাস্তা আটকে পড়ে থাকা গাছ সরানোর জন্য রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনার সাহায্য নেওয়া হচ্ছে৷ ২৪ ঘণ্টাই বিভিন্ন দল কাজ করছে৷

স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাস্তা আটকে পড়ে থাকা গাছ সরানোর জন্য রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনার সাহায্য নেওয়া হচ্ছে৷ ২৪ ঘণ্টাই বিভিন্ন দল কাজ করছে৷

মঠের ভিতরের কোনো মন্দিরের কোনো ক্ষতি না হলেও মাটি থেকে উপরে গেছে মঠের বহু ইতিহাসের সাক্ষী থাকা বৃক্ষের

  • Share this:

#বেলুড়: কোনো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি করতে পারেনি বেলুড়মঠের | তবে আমফান সেই সব ইতিহাস মুছে দিয়ে নতুন ইতিহাস তৈরী করলো | এমনিতেই বিশ্বজুড়ে COVID 19 এর প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ বাঙালি তথা বিশ্বের মানুষের প্রিয় ধর্মস্থানের দরজা | এর আগে কোনোদিনই এতো দিন বেলুড়মঠের ফটক বন্ধ হওয়ার কোনো ইতিহাস পাওয়া যায়নি ঠিক যেমন ভাবে পাওয়া যায়নি ঝড়ের তান্ডবে মঠের উদ্ভিদ জগতের ক্ষতির পরিসংখ্যান |

মঠের ভিতরের কোনো মন্দিরের কোনো ক্ষতি না হলেও মাটি থেকে উপরে গেছে মঠের বহু ইতিহাসের সাক্ষী থাকা বৃক্ষের | সূত্রের খবর মাতা বিভিন্ন অংশের প্রায় পঞ্চাশটিরও বেশি গাছে ভেঙে পরেছে | যা অনেকটাই মন ভেঙেছে মঠের সন্ন্যাসীদের, কোনটি স্বামীজীর হাতে রোপন করা গাছ আবার কোনটি মঠেরই প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজদের হাতে বেড়ে ওঠা গাছ  যা কিনা মঠের সুখদুঃখের সাথী হয়েছিল দশক দশক ধরে | প্রতিটি গাছের ডাল-পালার সাথে জড়িয়ে ছিল অনেক স্মৃতি, প্রতিগাছের মৃত্যু যেন একটি করে ইতিহাসের সমাপ্তি ঘটিয়েছে |

লক ডাউনের বন্ধ হয়েছে মঠে ভক্ত সমাগমের , মঠ খুললে সেই প্রাকৃতিক সদস্যদের দেখা মিলবে না ভক্তদের | যে গাছের নিচে বসে বসে ঠাকুরের নাম সঙ্কীর্তনের সাথে সাথে সময় কাটাতেন ভক্তরা সেই বৃক্ষছায়া আর উপলব্ধি করতে পারবেননা কেউ | ধংস হয়ে ইতিহাস সরিয়ে নতুন ইতিহাস তৈরির কায শুরু হয়েছে গোটা মঠ জুড়ে |

সন্ন্যাসী মহারাজ থেকে ব্রাম্ভচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে মঠ ও তার আশেপাশের অঞ্চল পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন | আমফানের তান্ডবে গাছপালার সাথে সাথে ভেঙেপড়েছে বিভিন্ন ইতিহাস লেখা লোহার বোর্ডও | একদিকে  মঠের কঠিন পরিস্থিতি অন্যদিকে আমফানের জেরে ক্ষতিগ্রস্থদের পশে দাঁড়াতে ইতিমধ্যেই করোনার ক্ষতিগ্রস্থদের মতন করেই রাজ্য জুড়ে শুরু করা হয়েছেও ত্রাণ বণ্টন | রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সারা দিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ভিন্ন অংশে  ত্রাণ বিলির কাজ |

Debasish Chakraborty

Published by:Debalina Datta
First published:

Tags: Belur Math, Cyclone Amphan

পরবর্তী খবর