হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে বচসা, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Diamond Harbour: ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে বচসা, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

ডায়মন্ডহারবার থানায় প্রিয়াংশুকে (ডান দিকে) তুলে দেওয়া হয় পরিজনদের হাতে

ডায়মন্ডহারবার থানায় প্রিয়াংশুকে (ডান দিকে) তুলে দেওয়া হয় পরিজনদের হাতে

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour)

  • Last Updated :
  • Share this:

ডায়মন্ড হারবার : মোবাইল নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা এরই জেরে হুগলি নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক যুবকের । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour)। পরে নদী থেকে অচৈতন্য  অবস্থায় যুবককে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যুবকের নাম প্রিয়াংশু নস্কর ৷ স্থানীয় নিহাটা গ্রামের বাসিন্দা প্রিয়াংশু স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র । জানা গিয়েছে, বাড়িতে মোবাইল নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বচসা হয় তাঁর । পুলিশের দাবি, এই ঘটনার জেরেই পরে অভিমানে ডায়মন্ড হারবারে গিয়ে হুগলি নদীতে ঝাঁপ দেয় প্রিয়াংশু নস্কর ।

খবর পেয়ে নদী থেকে অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ । এর পরেই যুবককে জিজ্ঞাসাবাদ করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ডায়মন্ডহারবার থানায় পরিবারের লোকজন এলে প্রিয়াংশুকে তুলে দেওয়া হয় পরিজনদের হাতে।

( প্রতিবেদন : আনিশ উদ্দিন মোল্লা )
Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: 24 Parganas South, Diamond Harbour