ডায়মন্ড হারবার : মোবাইল নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা এরই জেরে হুগলি নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক যুবকের । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour)। পরে নদী থেকে অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যুবকের নাম প্রিয়াংশু নস্কর ৷ স্থানীয় নিহাটা গ্রামের বাসিন্দা প্রিয়াংশু স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র । জানা গিয়েছে, বাড়িতে মোবাইল নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বচসা হয় তাঁর । পুলিশের দাবি, এই ঘটনার জেরেই পরে অভিমানে ডায়মন্ড হারবারে গিয়ে হুগলি নদীতে ঝাঁপ দেয় প্রিয়াংশু নস্কর ।
খবর পেয়ে নদী থেকে অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ । এর পরেই যুবককে জিজ্ঞাসাবাদ করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ডায়মন্ডহারবার থানায় পরিবারের লোকজন এলে প্রিয়াংশুকে তুলে দেওয়া হয় পরিজনদের হাতে।
( প্রতিবেদন : আনিশ উদ্দিন মোল্লা )নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 24 Parganas South, Diamond Harbour