#ডায়মন্ড হারবার: অপরাধ একটাই, নিজের বাড়ির হাঁস সাঁতার কেটেছিল পাশের বাড়ির পুকুরে ৷ আর এই অপরাধেই বেধরক মার খেলেন সুরিতা ঘোড়ই ৷ আর মারের চোটে গর্ভেই মারা গেল সন্তান ! প্রতিবেশী পুলক গুমটাদের পুকুরে হাঁস চলে যাওয়ায় সরোজ ঘোড়ইকে মারধর শুরু করে পুলক ও তার অনুগামীরা। স্বামীকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হন সুচরিতা ঘোড়ই।
ঘটনার জেরে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকদের দাবী মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানের।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার উত্তর মহেন্দ্রপুরের ঘটনা।