#ঘাটাল: বন্যার পরে ক্ষতিপূরণ বাবদ কোটি কোটি টাকা আসে৷ কিন্তু সেই টাকা আগে এলে হয়তো বন্যা আটকানো যায়৷ ঘাটালে বন্যা প্রসঙ্গে ফের অপ্রিয় সত্যিইটাই বলে ফেললেন সাংসদ দেব৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল সফরের পরই এই আক্ষেপ ধরা পড়ল সাংসদের গলায়৷ একই সঙ্গে তাঁর আফশোস, কেন্দ্র রাজ্য দ্বন্দ্বেই উন্নয়ন আটকে আছে৷
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন ঘাটালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না করার জন্য কেন্দ্রকেই দোষারোপ করেন তিনি৷ দিল্লি গিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের জন্য তদ্বির করতে নির্দেশ দেন মন্ত্রী, বিধায়কদের৷ ঘাটালের সাংসদ দেবকেও দিল্লি যাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী৷
পরে দেব বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে আমরা যুদ্ধ করে আসছি৷ কতবার দিল্লিতে গিয়ে বৈঠক করেছি৷ উমা ভারতী যখন কেন্দ্রীয় সেচ মন্ত্রী ছিলেন, তখনও তাঁর সঙ্গে কথা হয়েছে৷ আমি নিজে সংসদেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তুলেছি৷ কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যেন কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের কারণে উন্নয়ন আটকে রয়েছে৷'
হতাশ দেব এর পর আরও বলেন, 'আমি আরও একটা কথা বলতে চাই৷ প্রতিবছর বন্যা হওয়ার পর এত কোটি কোটি টাকা আসে ক্ষতিপূরণ বাবদ৷ অথচ এই টাকাটাই যদি আগে পাঠানো হয় তাহলে হয়তো বন্যাটাই আটকে দেওয়া যায়৷ মানুষ মারা গেলে ২ লক্ষ টাকা দেওয়া হয়৷ সেই টাকাটাই আগে পেলে হয়তো মানুষ প্রাণে বেঁচে যান৷'
ঘাটালে বন্যা শুরু হওয়ার পরই সেখানে পৌঁছে গিয়েছিলেন দেব৷ কয়েকদিন আগেও তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে৷' এ দিনও নিজের মতেই অনড় থেকেছেন ঘাটালের সাংসদ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।