#কলকাতা: বৃষ্টির অপেক্ষায় চাতক দক্ষিণবঙ্গ। জলের অভাবে মাঠেই শুকোচ্ছে ফসল। মাথায় হাত মুর্শিদাবাদের সবজি চাষিদের। একই অবস্থা পাট আর ধানচাষিদেরও। কবে নামবে মুষলধার? দিন গুণছেন শামিম, ইসমাইলরা।
বর্ষার মরশুমে গ্রীষ্মের উত্তাপ! ঠাঠা রোদ্দুরে ফুটিফাটা চাষের জমি। ফসল ঘরে তোলার আগেই শুকিয়ে কাঠ। চড়া রোদে শুকনো হচ্ছে লঙ্কা, মুলো, লালশাক। জল না পেয়ে খটখটে ধানের বীজতলা। অনিশ্চিত পাটের ফলন। মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদা, ডোমকল-- সর্বত্রই এক ছবি।
আরও পড়ুন বৃষ্টি থামতেই উত্তরবঙ্গে সাপের উপদ্রব, সাপের কামড়ে মৃত ২, অযথা আতঙ্কিত না হতে পরামর্শ বিশেষজ্ঞদের
অবিলম্বে বৃষ্টি শুরু না হলে ফসল বাঁচানো সম্ভব নয়। আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা জেলার কৃষকরা।