#ডায়মন্ড হারবার: দ্বিতীয় দফার পর তৃতীয় দফার নির্বাচন শুরু হবার ৪৮ ঘণ্টা আগেই আবারও বদলি করল নির্বাচন কমিশন। আগামী ৬ তারিখ দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ রয়েছে। তার আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে গুরুত্বপূর্ণ রদবদল করল নির্বাচন কমিশন। কিছুদিন আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে বদলি করেছিল কমিশন। এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার মিঠুন দে-কে বদলি করল কমিশন। তার জায়গায় নিয়ে আসা হল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে শ্যামল কুমার মন্ডলকে।
পাশাপাশি বদলি করা হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসিপিকে। এই পদে ছিলেন তথাগত বসু তাঁর জায়গায় নিয়ে আসা হচ্ছে অভিষেক মোদিকে। অন্যদিকে পুলিশে একটি গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।অমিতাভ মাইতি যিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন আলিপুরদুয়ার জেলার তার জায়গায় নিয়ে আসা হচ্ছে অমিত কুমার সিংকে। ডায়মন্ড হারবারের পর পুলিশ জেলার আরও একটি গুরুত্বপূর্ণ বদলি করেছে কমিশন। ফলতা থানার আই সি-কে বদলি করা হয়েছে। ওই পদে ছিলেন অভিজিৎ হইত। তার জায়গায় নিয়ে আসা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর অতনু ঘোষালকে।আলিপুরদুয়ারের এসপিকে কমিশন এখন বিক্রি করলেও আলিপুরদুয়ার অবশ্য নির্বাচন রয়েছে আগামী ১০ই এপ্রিল। সব মিলিয়ে তৃতীয় দফার নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগেই পুলিশ মহলে এই রদবদল কে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
SOMRAJ BANDOPADHYAY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Diamond Harbour, TMC, West Bengal Election 2021