ইন্দাস: বাঁকুড়া জেলার ইন্দাস থানার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের সোনারপুর গ্রামে তেঁতুল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম ভোলানাথ মাঝি। বয়স আনুমানিক ৪৮।
স্থানীয় সূত্রে খবর, সোনারপুর গ্রামের বাসিন্দা ভোলানাথ মাঝি মঙ্গলবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে ইন্দাস থানার বাঁধেরপাড় পুরনো ব্যাংকের কাছে একটি তেঁতুল গাছে তেঁতুল পাড়তে গিয়েছিলেন।
স্ত্রীকে নিচে রেখে গাছের মগডালে উঠে বসে ছিলেন ভোলানাথ মাঝি। গাছের উপর থেকে একটার পর একটা তেঁতুল নিচে ফেলছিলেন ভোলানাথ মাঝি। নিচ থেকে তেঁতুল জড়ো করছিলেন তাঁর স্ত্রী। হঠাৎ করেই ছন্দপতন।
আরও পড়ুন- কামড়ে খুবলে নিচ্ছে মাংস! রাস্তায় বেরোলেই অতর্কিতে আক্রমণ, অশোকনগরে আতঙ্ক
অসতর্কতা হতেই তেঁতুল গাছ থেকে প্রায় ৫০ ফিট নিচে পড়ে যান ভোলানাথ মাঝি। চিৎকার চেঁচামেচি করে ভোলানাথ মাঝির স্ত্রী লোকজন জড়ো করেন। ততক্ষণে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যান ভোলানাথ মাঝি।
আরও পড়ুন- মাশরুম চাষে বাড়তি মুনাফার আশা দেখাচ্ছেন এক মহিলা
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নামে আসে শোকের ছায়া। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ইন্দাস থানার পুলিশ। মৃতদেহ বুধবার ময়নাতদন্ত করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ।
দেবব্রত মন্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news