শরদিন্দু ঘোষ, বর্ধমান: বর্ধমানের কল্পতরু মাঠে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সাঁতার প্রশিক্ষণ চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে বলে সুইমিং পুল কর্তৃপক্ষের দাবি। যদিও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ এটি কোনও দুর্ঘটনা নয়। তাকে মেরে ফেলা হয়েছে। এই নিয়ে বর্ধমান থানায় তারা একটি অভিযোগ দায়ের করেছেন।
মৃত ছাত্রের নাম কাইফ মন্ডল (১৯)। সে ইস্ট-ওয়েস্ট মডেল স্কুল থেকে এবারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে। মাত্র একমাস আগেই সে সাঁতার শিখতে শুরু করে।
জানা গিয়েছে, এদিন সকালে অন্য দিনের মত সকাল ৭.১৫টা থেকে ৮.১৫-র ব্যাচে সাঁতার শিখতে এসেছিল কাইফ। অনুশীলন করার সময় তার মুখ দিয়ে ফেনা বেরতে দেখা যায়। সে অসুস্থ বোধ করে। পুলিশের একটি গাড়ি করে তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সুইমিং পুলের কর্তৃপক্ষের তরফে সৌগত হালদার জানান, এখানে জলে ডুবে কারও মৃত্যু হওয়া সম্ভব নয়। সে এখন রেলিং ধরে অনুশীলন করতো। চিলড্রেনস কালচারাল সেন্টারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ড মোট তিনটে ব্যাচ আছে।ছেলেটি্অসুস্থ হবার পর ডাক্তার দেখানো হয়। তখন তার পালস ছিল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের ধারণা ছেলেটি কোনো কারণে অসুস্থ ছিল। তার জন্যই মৃত্যু হয়েছে।
অন্যদিকে মৃতের আত্মীয় শেখ জাকির হোসেন জানান , প্রতিদিনের মত ছেলেটি সাঁতার শিখতে যায়। সুইমিং পুল থেকে খবর দেয় ছেলে অসুস্থ। আমরা দ্রুত হাসপাতালে গিয়ে দেখি ছেলে আর বেঁচে নেই। কর্তৃপক্ষের কেউ সেখানে নেই। তাদের দাবি, এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাদের ছেলেটিকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত , এর আগেও ২০১২ সালে ২রা সেপ্টেম্বর সাঁতার কাটতে নেমে রমেন সামন্ত নামে এক তরুণ মারা যায়। সে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Bardhaman news