Home /News /south-bengal /
মন্দারমণির সি-বিচে পর্যটকের দেহ উদ্ধার

মন্দারমণির সি-বিচে পর্যটকের দেহ উদ্ধার

Representative Image

Representative Image

  • Last Updated :
  • Share this:

    #দক্ষিণ ২৪ পরগনা: মান্দারমনি সমুদ্রতটে পর্যটকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ দিঘায় সমুদ্র স্নানে নেমে নিখোঁজ হন পর্যটক৷ দেহ উদ্ধার হয় মান্দামনিতে। মৃতের নাম বেচা পাত্র। বয়স ৪০ বছর৷ বাড়ি পুর্ব বর্ধমানের জামালপুর থানার আজহারপুর গ্রামে।

    পুলিশ জানিয়েছে, ১৮ জন বন্ধুর সঙ্গে গতকাল অর্থাৎ বুধবার দিঘায় বেড়াতে এসেছিল বেচা পাত্র। সেখানে সমুদ্রে নেমে স্নান করার সময় তলিয়ে যান চিনি। বৃহস্পতিবার সেই নিখোঁজ পর্যটকের দেহই উদ্ধার হয়েছে মান্দারমনিতে। কীভাবে তিনি তলিয়ে গেলেন বেচা পাত্র, তারই খোঁজ চালানে হচ্ছে৷

    First published:

    Tags: Digha, Mandarmani, মন্দারমণি