• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দিঘার মেরিনা ঘাটে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার

দিঘার মেরিনা ঘাটে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার

সমুদ্র সৈকত থেকে নিখোঁজ সাত বছরের শিশুটি। তার খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে ৷

সমুদ্র সৈকত থেকে নিখোঁজ সাত বছরের শিশুটি। তার খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে ৷

সমুদ্র সৈকত থেকে নিখোঁজ সাত বছরের শিশুটি। তার খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে ৷

 • Share this:

  #দিঘা: সমুদ্রে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। নিউ দিঘার মেরিনা ঘাটে দেহ উদ্ধার। শিশুকে সৈকতে রেখে স্নানে নামে বাবা-মা। তারপরেই আচমকা নিখোঁজ হয় ৭ বছরের শিশু। রবিবার দিনভর সমুদ্রে চলে তল্লাশি। আজ ভোরে সৈকতে মেলে দেহ। সমুদ্রে ডুবেই শিশুর মৃত্যু, নিশ্চিত পুলিশ।

  জানা গিয়েছে, শনিবার দিঘায় শিশুকে রেখে সমুদ্র-স্নান করতে যান বাবা-মা। কিন্তু সমুদ্র থেকে ফিরে আর দেখা মেলেনি শিশুটির ৷ সমুদ্র সৈকত থেকে নিখোঁজ সাত বছরের শিশুটি। তার খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে ৷

  দিঘার জগন্নাথ ঘাট থেকে নিখোঁজ হয় শিশুটি। হুগলি থেকে বেড়াতে যায় ৬০ জনের দল। পর্যটক দলে বাবা-মায়ের সঙ্গে ছিল শিশুটি। শিশুটির সঙ্গেই ছিল তার ৯ বছরের দিদি। স্নান সেরে উঠে মেয়েকেই দেখতে পান দম্পতি। খোঁজ নেই ৭ বছরের শিশুটির।

  First published: