corona virus btn
corona virus btn
Loading

দিঘার মেরিনা ঘাটে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার

দিঘার মেরিনা ঘাটে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার

সমুদ্র সৈকত থেকে নিখোঁজ সাত বছরের শিশুটি। তার খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে ৷

  • Share this:

#দিঘা: সমুদ্রে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। নিউ দিঘার মেরিনা ঘাটে দেহ উদ্ধার। শিশুকে সৈকতে রেখে স্নানে নামে বাবা-মা। তারপরেই আচমকা নিখোঁজ হয় ৭ বছরের শিশু। রবিবার দিনভর সমুদ্রে চলে তল্লাশি। আজ ভোরে সৈকতে মেলে দেহ। সমুদ্রে ডুবেই শিশুর মৃত্যু, নিশ্চিত পুলিশ।

জানা গিয়েছে, শনিবার দিঘায় শিশুকে রেখে সমুদ্র-স্নান করতে যান বাবা-মা। কিন্তু সমুদ্র থেকে ফিরে আর দেখা মেলেনি শিশুটির ৷ সমুদ্র সৈকত থেকে নিখোঁজ সাত বছরের শিশুটি। তার খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে ৷

দিঘার জগন্নাথ ঘাট থেকে নিখোঁজ হয় শিশুটি। হুগলি থেকে বেড়াতে যায় ৬০ জনের দল। পর্যটক দলে বাবা-মায়ের সঙ্গে ছিল শিশুটি। শিশুটির সঙ্গেই ছিল তার ৯ বছরের দিদি। স্নান সেরে উঠে মেয়েকেই দেখতে পান দম্পতি। খোঁজ নেই ৭ বছরের শিশুটির।

First published: September 16, 2019, 8:49 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर