#ডায়মন্ড হারবার: এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবার থানার নবাসন গ্রামে। দুর্গন্ধ ছড়ালে আজ, রবিবার সকালে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গোপাল ঘরামি নামের ওই ব্যক্তি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল।
নবাসনের একটি বাড়িতে তিনি একাই থাকতেন। স্থানীয় একটি লোহার কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে তার সারা দেহে রক্তের দাগ রয়েছে। তবে কি কারণে খুন এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে গোপাল ঘরামির। বাড়িতে একা থাকায় কেউ টেরও পাননি ৷ আজ, রবিবার মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে পুরো ঘটনাটি সামনে আসে। তবে এটা খুনের ঘটনা কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deadbody, Diamond Harbour, Murder Case