#কলকাতা: কীভাবে মারা গেল পূর্ব মেদিনীপুরের উদবাদাল খালে ঢুকে পড়া ডলফিন? ময়নাতদন্তের রিপোর্টে সেই তথ্য সামনে এসেছে৷ অন্তঃসত্ত্বা ছিল মুগবেড়িয়ার ডলফিন, এমনই জানা গিয়েছে রিপোর্টে৷ শনিবার সকালে উদবাদাল খালে মৃত অবস্থায় দেখা মেলে ডলফিনটির৷ সেই খাল থেকেই ডলফিনের দেহ উদ্ধার করা হয়৷
মৃত্যুর প্রকৃত কারণ জানতে করা হয় ময়নাতদন্ত৷ মৃত ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন ছিল। এছাড়া খালে পরিষ্কার জলের অভাবও সমস্যা হয়েছে ডলফিনের। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা৷ ডলফিনের মৃত্যুতে বনদফতরের ভূমিকায় ক্ষোভ পশুপ্রেমীদের৷ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থারাও৷
আরও পড়ুন পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ঝাড়গ্রামে
অন্যদিকে পূর্ব মেদিনীপুরে বাঁচানো না গেলেও হাওড়ায় কিন্তু অন্য ছবি। হাওড়ার শ্যামপুরের অনন্তপুর খালে শনিবার সকালেই একটি ডলফিন দেখতে পাওয়া যায়। বন দফতরের অনুমান রূপনারায়ণ থেকে ঢুকে পড়ে এই ডলফিন। বন দফতরের তৎপরতায় কয়েক ঘণ্টাতেই এই ডলফিনকে রূপনারায়ণে ফেরানো গেছে।