#গাইঘাটা: সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল সীমান্তে । মৃত ব্যক্তির নাম গোবিন্দ চন্দ্র দাস (৬২) । তিনি হালিশহর এলাকার বাসিন্দা । শনিবার সকালে গাইঘাটা থানার আংরাইল সীমান্তে শনি মন্দির সংলগ্ন এলাকা থেকে আংরাইল বিওপি এর ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ও সুটিয়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে মৃতদেহটিকে উদ্ধার করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার আংরাইল সীমান্তে শনি মন্দির সংলগ্ন এলাকার এক ব্যক্তি মাঠে পটলের ফুল তুলতে গিয়ে একটি মৃতদেহ দেখতে পান । স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে । খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । মৃতের কাছ থেকে বেশকিছু নথি উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যে বনগাঁ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।