#দিঘা: পর পর দু’দিন দিঘার সমুদ্র সৈকতে পাওয়া গেল কচ্ছপের মৃতদেহ৷ মঙ্গলবার সকালে ঘটল একই ঘটনা৷ প্রায় ৫০ কেজি ওজনের কচ্ছপের মৃতদেহ উদ্ধার হলো দিঘার হাসপাতাল ঘাটের কাছ থেকে৷
সি বিচের কাছে ভেসে আসে এই কচ্ছপের মৃতদেহ৷ প্রথমে সেটা দেখতে পান মৎস্যজীবিরা। তাঁরাই খবর দেন বনদফতরে৷ দূত বনকর্মীরা এসে কচ্ছপের মৃত দেহ মাটিতে পুঁতে দেন।
একের পর এক সামুদ্রিক কচ্ছপ এবং ডলফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে সকলেরই।
বনকর্মীদের অনুমান বালিয়াড়ি এলাকার মিষ্টি জলে ডিম পাড়তে আসে কচ্ছপ এবং ডলফিন৷ মিষ্টি জলের সমুদ্র তীর ঘেষা অঞ্চলে বছরের এই সময় ডিম পাড়তে চলে আসে এই সব প্রাণীরা৷ এই এলাকায় থাকা ট্রলারের সঙ্গে সম্ভবত ধাক্কা লেগে মৃত্য়ু হচ্ছে কচ্ছপ এবং ডলফিনের, এমনটাই মনে করছেন বনদফতরের আধিকারিকরা৷
একই ভাবে মঙ্গলবার রাতে দিঘায় সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় বিশাল ওজনের মৃত ডলফিনের দেহ। প্রায় ১২ ফুট লম্বা এবং এক কুইন্টাল ওজনের এই ডলফিনের দেহ উদ্ধার হয় ওল্ড দিঘার সমুদ্র সৈকতে। ডলফিনের দেহ মাটিতে পুঁতে দেন বনদফতরের কর্মীরা৷
একই ধরনের ঘটনা ঘটে মঙ্গলবার সকালে৷ দিঘার হলিডে হোম ঘাটের কাছ থেকে উদ্ধার হয় একটি কচ্ছপের মৃতদেহ। এই কচ্ছপের ওজন প্রায় ৬০ কেজি৷ ট্রলারের ধাক্কায় এই কচ্ছপেরও মৃত্য়ু হয়েছে বলে অনুমান বনদফতরের কর্মীদের৷
একের পর এক ডলফিনের মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে বড় মাপের এধরনের কচ্ছপের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। বিষয়টি নিয়ে যথেষ্টই চিন্তিত তাঁরা। অবিলনম্বে এর সমাধান প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা৷
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead Tortoise, Digha, Digha Sea Beach