#শঙ্কর রাই, খড়্গপুর: নিজের আবাসনের ভিতরেই আত্মঘাতী হলেন এক প্যাথলজিস্ট৷ যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাসে৷ মৃতার নাম স্বাগতা ভট্টাচার্য৷ তিনি সম্পর্কে মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নি৷
এই দুঃসংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছন মন্ত্রী সৌমেন মহাপাত্র৷ যদিও আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন মন্ত্রী নিজেও৷
আরও পড়ুন: খড়্গপুরে ফের শ্যুটআউট, ব্যাঙ্কক থেকে ফিরতেই তৃণমূলকর্মীকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা
জানা গিয়েছে, খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের ভিতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন স্বাগতাদেবী৷ পাশাপাশি অধ্যাপনার সঙ্গেও যুক্ত ছিলেন৷
আরও পড়ুন: দুঃসাহস কাকে বলে! লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়ে দিল, তারপর...
যদিও, মাস কয়েক আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় স্বাগতাদেবীর৷ তখন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই স্বাগতাদেবী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ এ দিন সকালে স্বাগতাদেবীর মা বাজারে গিয়েছিলেন৷ সেই সময়েই বাড়িতে একা থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়৷
ভাগ্নির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মন্ত্রী সৌমেন মহাপাত্র৷ ঘটনায় মর্মাহত সৌমেনবাবু বলেন, 'ও খুবই মেধাবী ছিল৷ কেন এমন করল, তা আমার কাছে পরিষ্কার হচ্ছে না৷ আমার বোনের সঙ্গে কথা বলব৷ আইআইটি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলব৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kharagpur IIT, Suicide