corona virus btn
corona virus btn
Loading

আসানসোলে ভাই-বোনের ঝুলন্ত দেহ উদ্ধার

আসানসোলে ভাই-বোনের ঝুলন্ত দেহ উদ্ধার

অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী ও তাঁর বোনের অস্বাভাবিক মৃত্যু আসানসোলের চেলিডাঙায়।

  • Share this:

#আসানসোল: অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী ও তাঁর বোনের অস্বাভাবিক মৃত্যু আসানসোলের চেলিডাঙায়। ঘর থেকে উদ্ধার দু’জনের ঝুলন্ত দেহ। ক্যানসারে ভুগছিলেন বোন। চিকিৎসার খরচ চালাতে না পেরে মানসিক অবসাদেই আত্মঘাতী ভাই-বোন। অনুমান প্রতিবেশীদের।

বছর দুয়েক আগেই মারা গিয়েছেন মা। তারপর থেকে আসানসোলের চেলিডাঙার বাড়িতে বোন জয়ার সঙ্গে থাকতেন বাহাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী তুষারকান্তি নন্দী। বোনের বয়স পয়ষট্টি। দুজনেই অবিবাহিত। সম্প্রতি ক্যানসার ধরা পড়ে বোনের। চিকিৎসা চলছিল। সোমবার ডাক্তার দেখানোর কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় ভাই-বোনের ঝুলন্ত দেহ।

মধ্যবিত্ত পরিবার। পেনসন-ই ভরসা। একদিকে, বোনের মারণরোগের চিকিৎসার খরচ জোগানোর চিন্তা । অন্যদিকে, মায়ের পর বোনকে হারানোর আশঙ্কায় বাড়ছিল মানসিক অবসাদ। তার জেরেই এই পরিণতি। মনে করছেন প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, আত্মহত্যাই করেছেন ভাই-বোন। দু’জনের মৃত্যুতে শোকের ছায়া চেলিডাঙায়।

Published by: Akash Misra
First published: February 1, 2020, 6:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर