#আসানসোল: অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী ও তাঁর বোনের অস্বাভাবিক মৃত্যু আসানসোলের চেলিডাঙায়। ঘর থেকে উদ্ধার দু’জনের ঝুলন্ত দেহ। ক্যানসারে ভুগছিলেন বোন। চিকিৎসার খরচ চালাতে না পেরে মানসিক অবসাদেই আত্মঘাতী ভাই-বোন। অনুমান প্রতিবেশীদের।
মধ্যবিত্ত পরিবার। পেনসন-ই ভরসা। একদিকে, বোনের মারণরোগের চিকিৎসার খরচ জোগানোর চিন্তা । অন্যদিকে, মায়ের পর বোনকে হারানোর আশঙ্কায় বাড়ছিল মানসিক অবসাদ। তার জেরেই এই পরিণতি। মনে করছেন প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, আত্মহত্যাই করেছেন ভাই-বোন। দু’জনের মৃত্যুতে শোকের ছায়া চেলিডাঙায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।