Home /News /south-bengal /

পণের দাবিতে খুন গৃহবধূ, গ্রেফতার স্বামী-শাশুড়ি

পণের দাবিতে খুন গৃহবধূ, গ্রেফতার স্বামী-শাশুড়ি

Photo collected

Photo collected

 • Share this:

  #উত্তর ২৪ পরগনা: পণের দাবিতে বাড়ির বউকে খুন করা হয়েছে৷ এমনই অভিযোগে গ্রেফতার স্বামী ও শাশুড়ি ৷ মৃত মহিলার নাম পারুল সরকার, বয়স ২৬ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহিলার স্বামী ও শাশুড়িকে ৷ উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার নির্মাণ এলাকার ঘটনা ৷

  পুলিশ সূত্রে খবর সকালে নির্মাণ এলাকায় বাড়ির পাশের আমবাগানে পারুল সরকার এর মৃতদেহ পাওয়া যায় ৷ আম গাছে ঝুলন্ত অবস্থায় মেলে দেহ ৷ এরপর পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার করা হয় ৷ দেহ নিয়ে আসা হয় সারাপুল গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

  আরও পড়ুন বীরভূমে বন্যা প্রতিরোধে উদ্যোগ প্রশাসনের

  মৃত পারুল সরকারের বাপের বাড়ি স্বরূপনগর এলাকায় ৷ বাপের বাড়ির তরফ থেকে স্বরূপনগর থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করা হয় ৷ পণের দাবিতে খুন বলেই অভিযোগ ৷ অভিযোগের ভিত্তিতে শাশুড়ি কানন সরকার ও স্বামী হেমন্ত সরকারকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ ৷ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ৷

  First published:

  Tags: North 24 pargana, South bengal news

  পরবর্তী খবর