বারাসত: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে পাঠাগার। দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাসাতে ঐতিহ্যবাহী হিতোষিনী পাঠাগার অবিলম্বে চালু করার দাবি এলাকার সাধারণ মানুষের।
দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এক নম্বর ব্লকে দক্ষিণ বারাসাতে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই লাইব্রেরি। যার ফলে এলাকার ছাত্রছাত্রী থেকে বইপ্রেমীরা বঞ্চিত হচ্ছে বই পড়া থেকে।
এলাকার বিভিন্ন পাঠকরা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা থেকে গল্পের বই ও বিভিন্ন ধরনের বই নিয়ে এখান থেকে পড়াশোনা করতে আসতেন।
আরও পড়ুন- কম জলে চাষ করে কী করে হবে লাভ? কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকার ফলে গ্রামীণ শিক্ষার পরিবেশ থমকে গিয়েছে এই দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। একটা সময় এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার ছাত্রছাত্রীরা সকলেই এই পাঠাগার থেকে বহু প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়াশোনা করতেন।
এলাকায় একটি গ্রন্থাগার থাকায় সামাজিক ও শিক্ষার উন্নয়ন ঘটে। তাছাড়া এলাকার বয়স্ক লোকেরা এই গ্রন্থাকারে এসে খবরে কাগজ পড়া থেকে শুরু করে বিভিন্ন তথ্য নিয়ে আলাপ আলোচনা করতেন। কিন্তু সেসব আর হচ্ছে না। যার ফলে সমস্যায় পড়েছেন দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ বইপ্রেমী মানুষ থেকে শিক্ষা অনুরাগীরা
ty-in-chandrakona-l18-rm-1012861.html">বাড়ির তালা ভেঙে লুঠ টাকা, গয়না...দিনেদুপুরে দুঃসাহসিক চুরি চন্দ্রকোণায়এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ ও বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই পাঠাগারটি খুলে দেওয়া হোক। এ বিষয়ে এলাকার পত্রিকার সম্পাদক দিব্যেন্দু মুখার্জি বলেন, বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও পাঠাগারটি পুনরায় চালু করার ব্যাপারে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barasat