• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • সংক্রমণ এড়াতে এবার বন্ধ থাকছে দাঁইহাটের রাসের শোভাযাত্রা

সংক্রমণ এড়াতে এবার বন্ধ থাকছে দাঁইহাটের রাসের শোভাযাত্রা

করোনার সংক্রমণের আশঙ্কায় এবার বন্ধ রাখা হচ্ছে দাঁইহাটের ঐতিহ্যবাহী রাসের শোভাযাত্রা।

করোনার সংক্রমণের আশঙ্কায় এবার বন্ধ রাখা হচ্ছে দাঁইহাটের ঐতিহ্যবাহী রাসের শোভাযাত্রা।

করোনার সংক্রমণের আশঙ্কায় এবার বন্ধ রাখা হচ্ছে দাঁইহাটের ঐতিহ্যবাহী রাসের শোভাযাত্রা।

  • Share this:

#দাঁইহাটা: করোনার সংক্রমণের আশঙ্কায় এবার বন্ধ রাখা হচ্ছে দাঁইহাটের ঐতিহ্যবাহী রাসের শোভাযাত্রা। এবার রাসের শোভাযাত্রা হবে না বলে পুজোর আয়োজন কমিটিগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কাটোয়া মহকুমা প্রশাসন। অধিকাংশ পুজোর উদ্যোক্তাই প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শুধুমাত্র রাসের শোভাযাত্রা বন্ধ করাই নয়, নিতান্তই আরম্ভরহীনভাবে এবারের রাস পালনের জন্য দাঁইহাটের পুজো উদ্যোক্তাদের কাছে আবেদন জানিয়েছে প্রশাসন। পুজো কমিটিগুলিও জানিয়ে দিয়েছে এবার ছোট মন্ডপ গড়ে নিয়ম রক্ষার রাস উৎসব অনুষ্ঠিত হবে দাঁইহাট শহরে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো,কালনার সরস্বতী বা কাটোয়ার কার্তিক পুজোর মতোই দাঁইহাটে বিখ্যাত রাস উৎসব। চারদিনের এই উৎসবের জন্য বছরভর অপেক্ষায় থাকেন গঙ্গা পাড়ের পৌর শহর দাঁইহাটের বাসিন্দারা। এখানের রাস উৎসব দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী ভিড় করেন। বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ঘটে।বিশাল বিশাল মণ্ডপ তৈরি হয়। মেলা বসে সেই সব পুজোগুলিকে ঘিরে। সেইসব পূজা মন্ডপকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে কাটোয়া সংলগ্ন প্রাচীন দাঁইহাট শহর। কিন্তু এবার সেই উৎসবে বাদ সেধেছে করোনার সংক্রমণ। জেলাজুড়ে এমনিতেই করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তার ওপর শীতের হাত ধরে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর। তাই এই পরিস্থিতিতে আর রাস উৎসবের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। এ ব্যাপারে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাস পুজো আয়োজকদের নিয়ে বৈঠক করা হয়েছিল। সেই বৈঠকে কাটোয়া মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা কাটোয়া ও দাঁইহাট পুরসভার প্রশাসক ও পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এবার রাসের শোভাযাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রীতি মেনে রাস উৎসবের পর দিন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দাঁইহাট শহরে সেই শোভাযাত্রা দেখতেই অগণিত দর্শনার্থী ভিড় করেন। এই শহরে সেই ভিড়ে এড়াতেই এবার রাস উৎসব বাতিল করা হয়েছে। এবার 29 শে নভেম্বর দাঁইহাটে নিয়ম রক্ষার রাস উৎসব অনুষ্ঠিত হবে।

Published by:Akash Misra
First published: