• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • স্ত্রীর নাম করে দাদাগিরি কাউন্সিলরের স্বামীর

স্ত্রীর নাম করে দাদাগিরি কাউন্সিলরের স্বামীর

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

এলাকার জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। এই অভিযোগে পুরসভার ওয়ার্ড অফিসে ঢুকে দাদাগিরি কাউন্সিলরের স্বামীর।

 • Share this:

  #কলকাতা: এলাকার জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। এই অভিযোগে পুরসভার ওয়ার্ড অফিসে ঢুকে দাদাগিরি কাউন্সিলরের স্বামীর। অফিস ইনচার্জকে গালিগালাজ। অনুগামীদের নিয়ে ঘেরাওয়ের হুমকি। বাদ গেল না কিছুই। এ ছবি হাওড়ার বেলুড়ের। ওয়ার্ড অফিসে ঢুকে গতকাল আচমকাই তাণ্ডব শুরু করেন কাউন্সিলর সীমা ভৌমিকের স্বামী দিবাকর চক্রবর্তী।

  স্ত্রী সীমা ভৌমিক হাওড়া পুরসভার ষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই পরিচয়ে বেলুড়ের ওয়ার্ড অফিসে ঢুকে দাদাগিরি কাউন্সিলরের স্বামীর। তাঁর অভিযোগ, এলাকার জঞ্জাল সময়ে পরিষ্কার হচ্ছে না। আর তা জানাতে এসে কী বললেন তিনি? শুনে নিন।

  এমন ঘটনায় অবশ্য আপত্তিকর কিছু দেখছেন না কাউন্সিলর। স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী হুমকি বা গালিগালাজেই শেষ নয়। যাওয়ার সময় টেবল থেকে ফাইলপত্রও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দিবাকরের বিরুদ্ধে।

  First published: