• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দোকানে বন্দুক ঠেকিয়ে লুঠ ! বাধা দিতে গিয়ে মাথা ফাটল ব্যবসায়ীর

দোকানে বন্দুক ঠেকিয়ে লুঠ ! বাধা দিতে গিয়ে মাথা ফাটল ব্যবসায়ীর

দোকানের মধ্যে থাকা মোবাইল লুঠ করার সময় বাঁধা দিলে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা ৷

দোকানের মধ্যে থাকা মোবাইল লুঠ করার সময় বাঁধা দিলে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা ৷

দোকানের মধ্যে থাকা মোবাইল লুঠ করার সময় বাঁধা দিলে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #জয়নগর:  দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক ব্যবসায়ী I দোকানের মধ্যে থাকা মোবাইল লুঠ করার সময় বাঁধা দিলে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা ৷

  রক্তাক্ত আবস্থায় ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দিয়ে সমস্ত মোবাইল সামগ্রী নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা I বৃহস্পতিবার জয়নগর থানার ময়দা গ্রামের ঘোষ পাড়ায় নিজের বাড়ির সামনে মোবাইল দোকানে অন্য দিনের মতো এদিনও বসেছিলেন ব্যবসায়ী অমিত ঘোষ I সন্ধের পর দুই যুবক এসে খদ্দের সেজে মোবাইল দোকানে ঘুরে যায় I পরে রাতের অন্ধকারে তিন অজ্ঞাত পরিচয়ের যুবক বাইকে চড়ে এসে হুড়মুড়িয়ে দোকানের মধ্যে ঢুকে পরে তিন যুবক I কোনও কিছু বোঝার আগেই নিজেদের স্বমূর্তি ধারণ করে মাথায় বন্দুক ঠেকিয়ে দোকানের সব মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই অমিতবাবু বাধা দিতে যান ৷ তখনই বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতকারীরা I এরপর দোকানে থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে বাইকে চেপে পালিয়ে যায় I এর পর রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে চিকিৎসার জন্য জয়নগর দুই নম্বর ব্লকের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় I এই ছিনতাইয়ের ঘটনায় স্বভাবতই এলাকায় দারুণ আতঙ্কের সৃষ্টি হয়েছে I

  এলাকাবাসীরা জানান, এক সপ্তাহ আগেও এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছেI কদিন যেতে না যেতেই আবার এই ঘটনা I জয়নগর থানায় ব্যবসায়ী দোকানে লুঠতরাজ ও মারধরের ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে I

  First published: