• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, লুঠ প্রায় তিন কোটি টাকার গয়না

সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, লুঠ প্রায় তিন কোটি টাকার গয়না

 বরাহনগরের পর এবার উত্তরপাড়া। উত্তরপাড়া থানার ঢিল ছোঁড়া দুরত্বে এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। লুঠ প্রায় তিন কোটি টাকার গয়না।

বরাহনগরের পর এবার উত্তরপাড়া। উত্তরপাড়া থানার ঢিল ছোঁড়া দুরত্বে এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। লুঠ প্রায় তিন কোটি টাকার গয়না।

বরাহনগরের পর এবার উত্তরপাড়া। উত্তরপাড়া থানার ঢিল ছোঁড়া দুরত্বে এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। লুঠ প্রায় তিন কোটি টাকার গয়না।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #উত্তরপাড়া: বরাহনগরের পর এবার উত্তরপাড়া। উত্তরপাড়া থানার ঢিল ছোঁড়া দুরত্বে এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। লুঠ প্রায় তিন কোটি টাকার গয়না। ভাঙচুর করা হয় দোকান, কারখানা, সিসিটিভি। নষ্ট করা হয় দোকানের সমস্ত গুরুত্বপূর্ণ নথি। বড়সড় কোনও চক্র এই ঘটনায় যুক্ত বলে করছে পুলিশ। ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

  শুক্রবার ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে ঋণদানকারী সংস্থায় প্রায় আট কোটি টাকা মূল্যের ত্রিশ কেজির সোনার গয়না লুঠ হয় ডানলপে। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার হুগলির উত্তরপাড়ায় একটি সোনার দোকান থেকে লুঠ হল প্রায় তিন কোটি টাকার গয়না। দোকানের শাটার ভেঙে গ্যাস কাটার দিয়ে সিন্দুক ভেঙে চলে লুঠপাট। সিউত্তরপাড়া থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে সোনার দোকানের এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

  ----লুঠ প্রায় তিন কোটি টাকার সোনা, হিরে, রুপোর গয়না ----ভাঙা হয়েছে দোকানের দুটি সিন্দুক --- ভাঙচুর করা হয় দোকান ও সংলগ্ন কারখানা --- ভাঙা হয়েছে দোকানের ৪ টি সিসিটিভি ও মণিটর ---উধাও সিসিটিভির ডেটা রেকর্ড বক্স ---ছিঁড়ে নষ্ট করে ফেলা হয়েছে দোকানের সমস্ত গুরুত্বপূর্ণ নথি ---নথির মধ্যে ২০১৬-র ইনকাম ট্যাক্স ও ভ্যাট সংক্্রান্ত কাগজও ছিল ---মার্চে দোকান মালিকের মেয়ের বিয়ে উপলক্ষে মজুদ করা সমস্ত গয়নাও উধাও

  বরাহনগরের ঘটনার সঙ্গে এদিনের ঘটনার মিল আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।  বালি ও হিন্দমোটর থেকে উত্তরপাড়ার সোনার দোকানে আসার পথে বেশ কয়েকটি সিসিটিভি আছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে। দোকান ও কারখানা মিলে নজন কর্মী। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান---- ----পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ---কয়েক বছর আে দোকানের মালিকে হুমকি দেওয়া হয় -----তাঁর কাছে টাকাও দাবি করা হয় -----এই নিয়ে লালবাজারে অভিযোগও দায়ের করেন তিনি -----সোনার দোকানে লুঠের সঙ্গে এর যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ধারণা, মার্চে দোকান মালিকের বিয়ে উপলক্ষে দোকানে মজুদ গয়না সম্পর্কে ভিতরের কেউও তথ্য দিয়ে থাকতে পারে।  ঘটনার সতদন্তে সিআইডি।

  First published: