বর্ধমান: ঝড়ে বিধ্বস্ত বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য। বহু গাছ ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে দুটি হরিণের। ক্ষতি হয়েছে পশু-পাখিদের বিভিন্ন এনক্লোজারের।
বিপর্যয়ের কারণে আজ মিনি জু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। কাল বৃহস্পতিবার রুটিন মাফিক বন্ধ রমনাবাগান। শুক্রবার থেকে যাতে ফের এই মিনি জু দর্শকদের জন্য খুলে দেওয়া যায়, তার চেষ্টা চলছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- জামাইষষ্ঠীর বাজার আগুন! জামাইকে ইলিশ খাওয়াতে গিয়ে ছ্যাঁকা খেলেন শ্বশুরমশাইরা!
মঙ্গলবার বিকেলে বিধ্বংসী কালবৈশাখীর তান্ডবে গাছ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে রমনা বাগান মিনি জু-য়ের দুটি সম্বর হরিণের। বুধবার মৃত হরিণগুলোর মৃতদেহের ময়না তদন্ত করানো হয়।
বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক অতীতে রমনা বাগানে গাছ ভেঙে পশু মৃত্যুর কোন ঘটনা ঘটেনি। তবে এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই মন খারাপের পরিবেশ রমনা বাগানের আধিকারিক থেকে বন কর্মীদের মধ্যে।
আরও পড়ুন- ঘূর্ণাবর্তের প্রভাব আজ থেকেই? ৭২ ঘণ্টা দুর্যোগের আবহ, কোন কোন জেলায় তাণ্ডব?
জানা গিয়েছে, শাল, সেগুন সহ অজস্র গাছ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে অভয়ারণ্যের ভিতরে। গাছ ভেঙে পড়েছে মিনি জু র ভেতরে থাকা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রের মাথায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রের কংক্রিটের ছাদ।
পাশেই একটি কয়েক কোটি বছরের পুরোনো জীবাশ্ম কে ঘিরে রাখা রেলিংয়ের ওপর গাছ ভেঙে পড়ায় সেটিরও ক্ষতি হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। দুটি পূর্ণ বয়স্ক সম্বর হরিণের মৃত্যু হলেও জু য়ের ভেতরে থাকা অন্যান্য পশু পাখির কোন ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন বর্ধমানের ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামী।
তিনি জানিয়েছেন, জু-য়ের ভিতরে প্রচুর গাছ থাকায় গতকাল ঝড়ের সময় একপ্রকার তাণ্ডব চলেছে। স্পটেড ডিয়ারের এনক্লোজারের ওপর গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে এনক্লোজারটির। এছাড়াও কুমিরের এনক্লোজারের ওপর গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে।
অন্যান্য পশু পাখিদের এনক্লোজারের ওপরেও গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে। তবে ঝড়ের সময় বেশিরভাগ পশু পাখি এনক্লোজারের ভেতরে থাকায় তাদের ক্ষয়ক্ষতি হয়নি।
নিশা গোস্বামী জানিয়েছেন, ঝড়ে গাছ ভেঙে রমনা বাগানের ভেতর বন দপ্তরের আবাসনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা গতকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েছি। ভেঙে পড়া গাছ রাস্তা ও এনক্লোজার গুলোর সামনে থেকে সরিয়ে পরিষ্কার করার কাজ চলছে।
বুধবার রমনা বাগান মিনি জু সম্পূর্ন বন্ধ রাখা হয়েছে। আগামীকাল এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকে। আশা করছি শুক্রবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Kalbaisakhi