• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ঘূর্ণিঝড়ে রাস্তায় ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার!

ঘূর্ণিঝড়ে রাস্তায় ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার!

ব্যারাকপুরের ওয়ারলেস পাড়া মোড়ের কাছে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৷

ব্যারাকপুরের ওয়ারলেস পাড়া মোড়ের কাছে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৷

ব্যারাকপুরের ওয়ারলেস পাড়া মোড়ের কাছে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৷

 • Share this:

  #ব্যারাকপুর: আমফানে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ৷ দুই ২৪ পরগনার অবস্থা সবচেয়ে খারাপ ৷ সাইক্লোন আমফানে রাস্তায় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার ৷ তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর ৷  গতকাল, বুধবার রাতের প্রবল ঝড়ে সর্বত্রই ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার ৷ সকালে এদিন ফুল তুলতে গিয়েই মহিলার পা তারে জড়িয়ে যায় ৷  ব্যারাকপুরের ওয়ারলেস পাড়া মোড়ের কাছের ঘটনা।

  বিদ্যুৎ পর্ষদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, সকালে  রাস্তার লাইন চেক না করেই পাওয়ার দিয়ে দেন তাঁরা ৷ তখন জলের মধ্যে পড়েছিল বেশ কিছু তার ৷ তাতেই পা জড়িয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা ৷

  ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান বুধবার সর্বত্রই ধ্বংসলীলা চালায় ৷ দুই ২৪ পরগনার অবস্থা সবচেয়ে খারাপ ৷ তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাজার হাজার বাড়ি ভেঙেছে। ভেঙে পড়েছে অসংখ্য ব্রিজ। ভেসে গিয়েছে রাস্তা। অসংখ্য বাঁধ ভেঙেছে। জল ঢুকে গিয়েছে বহু জায়গায়। অন্ততপক্ষে ১২ জন মারা গিয়েছেন রাজ্যে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানীয় জল পাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

  Published by:Siddhartha Sarkar
  First published: