corona virus btn
corona virus btn
Loading

গাছের মগডালে যুবক, নিচে উৎসাহি জনতার ভিড় সামলাতে হিমসিম পুলিশ

গাছের মগডালে যুবক, নিচে উৎসাহি জনতার ভিড় সামলাতে হিমসিম পুলিশ
representative image
  • Share this:

#বর্ধমান: গাছের মগডালে যুবক, নিচে উৎসাহি জনতার ভিড় সামলাতে হিমসিম পুলিশ! আশপাশের বাসিন্দাদের নজর এড়িয়ে কখন যে সেই যুবক মগডালে উঠে পড়েছিল জানতে পারেনি কেউই। বিকেল নাগাদ একজনের নজরে পড়ে । তারপর সন্ধে গড়িয়ে রাত যত বাড়ছে ভিড় বাড়ছে কাতারে কাতারে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গোলাপবাগ সংলগ্ন মেডিকেল কলেজ লাগোয়া এলাকায়। পুলিশ থেকে দমকল... সবাই উপস্থিত গাছ তলায়। শহরের বিভিন্ন এলাকা থেকে লোক আসছে দলে দলে। অনেকেই মোবাইলে ছবি, সেলফি তুলতে ব্যস্ত।

কিন্তু যাকে ঘিরে এতো কান্ড তার কোনও হেলদোল নেই। মাঝে মাঝে তাকে মুড়ি চিবতে দেখেছেন অনেকেই। তবে ওই যুবক কে? কেন গাছে উঠে বসেছে? কিছুই জানা যায়নি। তাকে সুস্থ অবস্থায় নামিয়ে আনার পর সেসব প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

First published: May 21, 2019, 11:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर