Home /News /south-bengal /
Bardhaman News: ফের কুমিরের দেখা মিলল গঙ্গায়! এবার পাটুলিতে আতঙ্ক

Bardhaman News: ফের কুমিরের দেখা মিলল গঙ্গায়! এবার পাটুলিতে আতঙ্ক

ফের কুমির-আতঙ্ক

ফের কুমির-আতঙ্ক

Bardhaman News: বারবার কুমিরের দেখা মেলায় আতঙ্কিত গঙ্গার পাড়ে বসবাস করা বাসিন্দারা।

  • Share this:

#বর্ধমান: মঙ্গলবারের পর আজ বুধবার ফের গঙ্গায় দেখা মিলল কুমিরের। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ পাটুলি স্পোর্টিং ক্লাবের ঘাটে কুমিরটিকে রোদ পোহাতে দেখা যায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই এলাকাতে মধ্যেই ওই কুমিরটির অবস্থান ছিল এমনই জানিয়েছেন বনদপ্তরের আধিকারিক সুকান্ত ওঝা। উল্লেখ্য, গতকাল পিলা পঞ্চায়েতের শিমুলডাঙ্গা এলাকায় ভাগীরথী নদীর পাড়ে কুমিরের দেখা মিলেছিল। তারপর সেটা রাতেই সেখান থেকে গঙ্গায় নেমে যায়। এরপর এদিন ফের দেখা মিলল কুমিরের। বারবার  কুমিরের দেখা মেলায় আতঙ্কিত গঙ্গার পাড়ে বসবাস করা বাসিন্দারা।

গঙ্গা থেকে বারে বারে উঠে আসছে কুমির। আর তাকে ঘিরেই ব্যাপক কৌতুহল ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিনও রোদ পোহাতে গঙ্গা থেকে উঠে আসা কুমিরটিকে দেখতে অগণিত বাসিন্দার ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বন দপ্তরে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর পর এবার পাটুলিতে এই কুমিরটির দেখা মিলল।

আরও পড়ুন: প্রেমিকের বাড়িতে একসঙ্গে হাজির তিন প্রেমিকা! তারপর যা ঘটল মাথাভাঙ্গায়...

গতকাল পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত শিমুলডাঙ্গা এলাকায় ভাগীরথীর পাড়ে উঠে আসা কুমিরটিকে দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকার মানুষেরা গঙ্গার চরে ওপর কুমিরটিকে প্রথম দেখতে পান। সাথে সাথেই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওকে। পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিডিও অফিসের তরফে যোগাযোগ করা হয় বনদপ্তরের সঙ্গে।

আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা

 মঙ্গলবার বন দফতরের আধিকারিক সুকান্ত ওঝা  জানিয়েছিলেন, এটি একটি ফ্রেস ওয়াটার কুমির। বেশ কিছুদিন ধরেই গঙ্গায় এটিকে দেখা যাচ্ছিল। আজ পাটুলিতে এটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আমাদের অফিসাররা কুমিরটির ওপর নজর রেখেছে। এটিকে জল দিয়ে পাস করানোর ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা কুমিরটিকে গঙ্গার ধারে চরের ওপর  দেখতে পান। এরপরই যোগাযোগ করা হয় বন দপ্তরের সাথে।যেহেতু মানুষ জন গঙ্গায় স্নান করেন তাই এলাকার মানুষদের মধ্যে একটু আতঙ্ক রয়েছে।

আরও পড়ুন: 'বিরোধী দলনেতার পদ চলে যাচ্ছে', শুভেন্দুর 'দলবদল' সম্ভাবনা? বিস্ফোরক দাবি সৌমেনের!

 বন দফতরের আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, কয়েক দিন আগেই এই কুমীরটির হদিশ মিলেছিল মুর্শিদাবাদে। তারপর থেকেই তার ওপর নজরদারি চলছে। সোমবার তাকে কাটোয়া মহকুমায় দেখা গিয়েছিল। গতকালের পর ফের আজ তাকে দেখা গেল। তাকে সুস্হ অবস্থায় মোহনার দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Published by:Suman Biswas
First published:

Tags: Crocodile, Ganga