হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মামাবাড়ি গিয়ে এ কী কাণ্ড! রক্তে ভাসল দুই ভাইয়ের দেহ

Crime: মামাবাড়ি গিয়ে এ কী কাণ্ড! রক্তে ভাসল দুই ভাইয়ের দেহ

রক্তে ভাসল দুই ভাইয়ের দেহ

রক্তে ভাসল দুই ভাইয়ের দেহ

Crime: উত্তর ২৪ পরগনার হাবরায় মামাবাড়ি বেড়াতে গিয়েছিল আউশগ্রামের ভাল্কি কলোনির দুই ভাই।

  • Share this:

আউশগ্রাম: আকৃষক পরিবারের দুই যুবক। তাদের কেন গুলি করে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা? ভেবে উঠতে পারছে না পরিবার। আউশগ্রামের ওই দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন হাওড়ায়। তারা এখন কলকাতায় চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগনার হাবরায় মামাবাড়ি বেড়াতে গিয়েছিল আউশগ্রামের ভাল্কি কলোনির দুই ভাই।

অভিযোগ, সেখানে একটি মেলায় রবিবার রাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন দুই ভাই মণি দাস ও শুকদেব দাস। ওই ঘটনার জেরে হতভম্ব হয়ে গিয়েছেন ভাল্কি কলোনির বাসিন্দারা।

 

ওই দুই যুবকের বাবা মিহির দাস ভালকিতে চাষ করেন। সেখানে দু'কামরার বাড়ি রয়েছে তাঁদের। হাবড়ার জিওলডাঙায় মণি ও শুকদেবের মামারবাড়ি। কাছাকাছিই রয়েছে তাঁদের মাসির বাড়িও।

মাঘি পূর্ণিমার মেলা দেখতে দুই ভাই সেখানে গিয়েছিলেন। সোমবার তাদের ফিরে আসার কথা ছিল। পরিবার সূত্রের দাবি, রবিবার রাতে মেলা দেখে বাড়ি ফেরার সময়ে ঘটনাটি ঘটে। রাতে মামার বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার পথে একটি ক্লাবের সামনে তাঁদের গুলি করে বাইকে চড়ে আসা অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী। শুকদেবের বুকের বাঁদিকে পাঁজরে এবং মণির হাতে গুলি লাগে। তাঁরা এখন কলকাতায় চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বছর চারেক আগে শেষ বার দুই ভাই সেখানে গিয়েছিল। বৃহস্পতিবার মেলা দেখতে সেখানে যায় ওরা। তাঁদের মা রূপাদেবী বলেন, রাতা জানতে পারি সেখানে কোনও গোলমাল হয়েছে। ছেলেদের দিকে গুলি করা হয়েছে। এক জনের হাতে, আর এক জনের পায়ে গুলি লেগেছে।

আরও পড়ুন,  একসঙ্গে ধরা পড়ল ১১ জন ডাকাত! তল্লাশির পর চমকে গেল পুলিশও

আরও পড়ুন, আরেক শিষ্যাকে ধর্ষণ, যাবজ্জীবন ভোগ করতে করতে ফের যাবজ্জীবনের সাজা ঘোষণা আসারামের

তিনি বলেন, আমরা গরিব মানুষ। অভাবের সংসার। কাজের জন্য ওরা চেন্নাই চলে গিয়েছিল। পরিবারের দাবি, ডিসেম্বর মাসে ওরা চেন্নাই থেকে বাড়ি এসেছিল। আবার সেখানে যাওয়ার কথা ছিল কয়েক দিনের মধ্যেই। তার আগে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওখানে আমার ছেলেদের কেই বা শত্রু থাকবে। কেন ওদের গুলি করা হল, বুঝতে পারছি না। সোমবার দুই ভাইয়ের আউশগ্রামে বাড়ি ফেরার কথা ছিল।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime