পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিলেন তিনি। সেখানে একা পেয়ে তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ওই মহিলা পাতা কুড়োতে জঙ্গলে গিয়েছিলেন। তখনই তিন-চার জন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতাকে প্রথমে বননবগ্রাম হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতাশের ওই যুবতী স্বামী-বিচ্ছিন্না। বাপের বাড়িতে থাকতেন তিনি। বুধবার বিকেলে একাই পাতা কুড়োতে গিয়েছিলেন জঙ্গলে। তখনই কয়েকজন যুবক তাঁর ওপরে চড়াও হয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকার পরে, কোনও রকমে বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানান তিনি। পরিজনেরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁকে। সেখানে থেকে পাঠানো হয় বর্ধমানে। পুলিশের দাবি, নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। শারীরিক পরীক্ষাও করানো হয়েছে।
আরও পড়ুন, 'অপরাধ' শাশুড়ির রুটি খেয়ে নেওয়া! বধূকে পিটিয়ে হাসপাতালে পাঠাল শ্বশুরবাড়ির সকলে
আরও পড়ুন, জাদু দেখাতে গিয়ে বউ 'ভ্যানিস' করে দিল জাদুকর, রেগে আগুন স্বামী
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জঙ্গলেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। অচৈতন্য হয়ে যান তিনি। অনেক পরে জ্ঞান ফিরলে তিনি কোনও রকমে বাড়ি ফেরেন। এরপরই পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Police