হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাজ্যের এই জায়গাগুলোতে ভুলেও সিগারেট জ্বালাবেন না! বড় সমস্যায় পড়বেন

Crime: রাজ্যের এই জায়গাগুলোতে ভুলেও সিগারেট জ্বালাবেন না! বড় সমস্যায় পড়বেন

হাতেনাতে ধরে জরিমানা করা হয়

হাতেনাতে ধরে জরিমানা করা হয়

Crime: ধূমপানে সাবধান করে হোর্ডিংও টাঙানো রয়েছে। কিন্তু সেসব থোড়াই কেয়ার করছিলেন অনেকেই করছিলেন প্রকাশ্যে ধূমপান।

  • Share this:

পূর্ব বর্ধমান: প্রশাসনিক নিষেধাজ্ঞা ছিলই। এ ব্যাপারে সাবধান করে হোর্ডিংও টাঙানো রয়েছে। কিন্তু সেসব থোড়াই কেয়ার করছিলেন অনেকেই করছিলেন প্রকাশ্যে ধূমপান। প্রশাসনিক অভিযানে হাতেনাতে ধরে জরিমানা করা হয়। এমনই ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। অভিযান চালালেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ও ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল।

 

মন্তেশ্বর ব্লক অফিস ও মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অভিযান চালিয়ে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে চার জনকে জরিমানা করলেন তাঁরা। পাশাপাশি তাঁরা বাসিন্দাদের সচেতনও করেন।বিডিও গোবিন্দ দাস জানান, জনবহুল এলাকাগুলিতে প্রকাশ্যে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্যের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান চলবে। স্বাস্থ্যকেন্দ্রের ১০০ গজের মধ্যে যে সব ব্যবসায়ী তামাক জাতীয় দ্রব্য বিক্রয় করবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার সদর শহর বর্ধমান বা মহকুমা সহ কাটোয়া, কালনায় প্রশাসনিক এলাকায়, হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা রয়েছে। বেশ কয়েক মাস আগে এ ব্যাপারে নজরদারি বা অভিযান চালানো হয়েছিল। প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা অমান্য করলে মোটা রাখা জরিমানা করা হবে- এমন পোস্টার রয়েছে দেওয়ালে দেওয়ালে। কিন্তু সেসব তোয়াক্কা না করে প্রকাশ্যে ধূমপান চলছে। বর্ধমান শহরে অনেক স্কুলের গায়েই সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরেই  প্রচুর সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যের দোকান রয়েছে। বাসিন্দারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবেই প্রকাশ্যে ধূমপান এই এলাকাতে বন্ধ করা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন, যিনি ধূমপান করছেন তাঁর তো ক্ষতি হচ্ছেই,পাশাপাশি বেশি ক্ষতি হচ্ছে প্যাসিভ স্মোকারদের।

আরও পড়ুন, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির

আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে

তাই হাসপাতাল চত্বর বা শিক্ষাপ্রতিষ্ঠান গুলির সামনে সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ হওয়া জরুরী। কারণ হাসপাতাল চত্বরে সিগারেট ধোঁয়া রোগীদের পক্ষে খুবই ক্ষতিকর। একইভাবে এই দূষণ স্কুলের পড়ুয়াদেরও ক্ষতি করছে। তাছাড়া স্কুলের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি হলে পড়ুয়ারাও এর প্রতি আশক্ত হতে পারে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime News