corona virus btn
corona virus btn
Loading

বহুতলের বাইরে দেখা গেল বড়সড় ফাটল, এলাকায় আতঙ্ক

বহুতলের বাইরে দেখা গেল বড়সড় ফাটল, এলাকায় আতঙ্ক

পাশাপাশি ব্যাঙ্কের ভিতরে থাকা এক সাইডের দেওয়াল বসে গিয়েছে ৷ এই পাঁচতলা বিল্ডিংয়ের দুটি ব্যাঙ্ক ও LIC অফিস বিভিন্ন রকম ছোটখাটো দোকান অবস্থিত ৷

  • Share this:

#বীরভূম: বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বহুতলে বাইরের দিক থেকে বড়সড় ফাটল চোখে পড়ে স্থানীয়দের। বহুতলে রয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক, দোকান ও LIC-র অফিস। ঘটনায় আতঙ্ক ছড়াতেই এলাকার ব্যাঙ্কের ভিতর থেকে লোকজন বেরিয়ে আসে ৷

পাশাপাশি ব্যাঙ্কের ভিতরে থাকা এক সাইডের দেওয়াল বসে গিয়েছে ৷ এই পাঁচতলা বিল্ডিংয়ের দুটি ব্যাঙ্ক ও LIC অফিস বিভিন্ন রকম ছোটখাটো দোকান অবস্থিত ৷ আতঙ্কের মধ্যে পড়েছে এই বিল্ডিংয়ের মালিক ৷ বিল্ডিংয়ের মালিক জানিয়েছেন ইঞ্জিনিয়রকে ও মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে ৷ তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ৷ সিউড়ি থানা ও সিউড়ি পুরসভার ইঞ্জিনিয়রাও ঘটনাস্থলে আসে। তারা সমস্ত ঘটনার রিপোর্ট দেবেন চেয়ারম্যানকে।

First published: September 6, 2019, 6:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर