#কলকাতা: সিপিএমের রাজ্য কমিটির মতো রাজ্যের সম্পাদকমণ্ডলীতেও যুক্ত হল চার নতুন মুখ। সম্পাদকমণ্ডলীতে এলেন দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, জীবেশ সরকার , জিয়াউল আলম। বৃহস্পতিবার ঘোষিত হল মোট ১৫ সদস্যের নতুন কমিটি। ২৮ এপ্রিল, বৃহস্পতিবার নবগঠিত রাজ্য কমিটির বৈঠক শুরু করেছে সিপিএম। রাজ্যের সম্মেলনে রাজ্য কমিটি গঠিত হওয়ার পর এটিই প্রথম পূর্ণাঙ্গ বৈঠক। ইতিমধ্যে সূর্যকাম্ত মিশ্র, বিমান বসু, মৃদুল দে, রবীন দেব, অশোক ভট্টাচার্য, মিনতি ঘোষ বয়সের নিয়ম মেনে কমিটি থেকে সরে গিয়েছেন। সেই কারণেই চর্চা রয়েছে কে এ বার স্থান করে নেবেন সম্পাদকমণ্ডলীতে।
এ বারের সম্পাদক মণ্ডলীতে স্থান করে নিয়েছে জঙ্গলমহলের নেত্রী বাঁকুড়া জেলার দেবলীনা হেমব্রম। এ ছাড়া নতুন সদস্য হিসাবে স্থান পেয়েছেন হুগলির দেবব্রত ঘোষ, দার্জিলিংয়ের জীবেশ সরকার ও জলপাইগুড়ির জিয়াউল আলম। এক নজরে দেখে নিন পূর্নাঙ্গ তালিকা।
১) মহম্মদ সেলিম (সম্পাদক) ২) রামচন্দ্র ডোম ৩) শ্রীদীপ ভট্টাচার্য্য ৪) অমিয় পাত্র ৫) সুজন চক্রবর্তী ৬) আভাস রায়চৌধুরী ৭) সুমিত দে ৮) শমীক লাহিড়ী ৯) দেবলীনা হেমব্রম (নতুন সদস্য) - বাঁকুড়া ১০) কল্লোল মজুমদার ১১) অনাদি সাহু ১২) পলাশ দাস ১৩) দেবব্রত ঘোষ (নতুন সদস্য) - হুগলি ১৪) জীবেশ সরকার (নতুন সদস্য) - দার্জিলিং ১৫) জিয়াউল আলম (নতুন সদস্য) - জলপাইগুড়িনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim