হোম /খবর /দক্ষিণবঙ্গ /
তৃণমূলকে হারাতে সাহায্য চাইলেন শুভেন্দু, সরাসরি প্রত্যাখ্যান সিপিএম নেতার

Suvendu Adhikari: তৃণমূলকে হারাতে সাহায্য চাইলেন শুভেন্দু, সরাসরি প্রত্যাখ্যান সিপিএম নেতার

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

এ দিন ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে খেজুরিতে সভা ও পদযাত্রা করে বিজেপি৷ প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলকে 'তোলামূল' বলেও কটাক্ষ করেন৷ (Suvendu Adhikari)৷

  • Last Updated :
  • Share this:

#খেজুরি: বিধানসভা নির্বাচনের প্রচারেও তৃণমূলকে হারাতে সিপিএম, কংগ্রেসের সাহায্য চেয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ ফের একবার একই সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতার গলায়৷ এ দিন খেজুরির সভা থেকে ফের একবার রাজ্যে তৃণমূলকে (TMC) হারাতে সিপিেমর (CPIM) সাহায্য চাইলেন শুভেন্দু৷ যদিও বিরোধী দলনেতার এই আশায় জল ঢেলে দিলেন খেজুরির সিপিএম নেতা হিমাংশু দাস৷ তাঁর পাল্টা দাবি, শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দেবেন না খেজুরির সিপিএম কর্মীরা৷ এ দিন খেজুরি থেকেই শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী৷

এ দিন ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে খেজুরিতে সভা ও পদযাত্রা করে বিজেপি৷ প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলকে 'তোলামূল' বলেও কটাক্ষ করেন৷ বিরোধী দলনেতা বলেন, 'পরে বামফ্রন্ট করবেন। পঞ্চায়েত পর্যন্ত একজোট হয়ে তৃণমূল, তোলামুলীদের হারাতে একজোট হোন।' সিপিএম নেতা- কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী আরও বলেন, 'সিপিএমের সবাই খারাপ নয়। বহু সিপিএমের বন্ধু বিজেপিকে জেতাতে সহযোগিতা করেছে।'

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা, সঙ্গে ১২ বিধায়ক, মেঘালয়েও খেলা শুরু

বিরোধী দলনেতার এই প্রস্তাব অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন খেজুরির সিপিএম নেতা হিমাংশু দাস৷ তাঁর জবাব, 'শুভেন্দু অধিকারীর ডাকে খেজুরির সিপিএম কর্মীরা সাড়া দেবেন না। কারন সিপিএম কর্মী সমর্থকরা তৃণমূলেরও বিরোধী, বিজেপির-ও বিরোধী।'

২০১০ সালে খেজুরিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হার্মাদ মুক্তি দিবস পালন করেছিল তৃণমূল৷ তার পর থেকে প্রতি বছরই খেজুরিতে এই দিনটি পালন করে আসছে শাসক দল৷ যদিও শুভেন্দু অধিকারী এখন বিজেপি-তে৷ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মতোই খেজুরি কেন্দ্রটিও দখল করেছে বিজেপি৷ ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে খেজুরির পঞ্চায়েতও দখল করার হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক৷

এ দিন বিকেলে খেজুরির কলাগাছিয়াতে হার্মাদ মুক্তি দিবস উদযাপন করে তৃণমূল৷ সকালে বিকেলে বিজেপি- তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম ছিল খেজুরি৷ কলাগাছিয়ার সভা থেকে পাল্টা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন পূর্ব মেদিনীপুর জেলা থেকে নির্বাচিত দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও অখিল গিরি৷ সৌমেন মহাপাত্র হুঁশিয়ারি দেন, খেজুরিতে ২০২৩ -এ একটাও পঞ্চায়েত পাবে না বিজেপি। আরেক মন্ত্রী অখিল গিরি বলেন, পঞ্চায়েত তো অনেক দূর, আগে পুরভোটে কাঁথি পুরসভা দখল করে দেখান শুভেন্দু অধিকারী৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Cpim, Suvendu Adhikari