বর্ধমান: মদন ঘোষের জীবনাবসান হয়েছে। শুক্রবার সকাল ৭টা ১০মিনিট নাগাদ বর্ধমানের ভাতছালা পাড়ায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
সিপিএমের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মদন ঘোষ দীর্ঘদিন পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের সহ- সভাধিপতি এবং সভাধিপতি পদে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়াও তিনি সিপিআইএম-এর শাখা সংগঠন কৃষক সভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
জানা গেছে, প্রয়াত মদন ঘোষের শেষকৃত্য বর্ধমানেই সম্পন্ন হবে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বর্ধমানে শেষকৃত্যে উপস্থিত থাকবেন। সকাল ১১টা পর্যন্ত তাঁর মরদেহ বাসভবনে থাকবে। এরপর সিপিআইএম-এর পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিকাল ৪টা পর্যন্ত মরদেহ শায়িত থাকবে। বিকাল ৪টের পর মরদেহ নিয়ে শোক মিছিল শুরু হবে। তারপর বর্ধমানের নির্মল ঝিল শ্মশানে মদন ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim