#মালদহ: চলছিল উত্তর মালদহর বাম প্রার্থীর হয়ে প্রচার। তার মাঝেই হঠাৎ দক্ষিণ মালদহর কংগ্রেস প্রার্থীকে সমর্থনের আরজি। সরাসরি নয়, ইঙ্গিতে। কাণ্ডটা ঘটালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সকাল সকাল প্রচারে বেরিয়েছিলেন মালদহ উত্তরে। সঙ্গে প্রার্থী বিশ্বনাথ ঘোষ।
বৃহস্পতিও ছিল তুঙ্গে। ভোটপ্রচারে মিলছিল দারুণ সাড়া।
হঠাৎই ছন্দপতন। তাল কাটল জোট প্রশ্নে ।
ফ্রন্ট চেয়ারম্যানের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বোঝা গেল, মালদহ দক্ষিণে প্রার্থী দেয়নি বামেরা। তাই সেখানে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীকে সমর্থনের আরজিই ঠারেঠোরে জানালেন বিমান বসু।
বিস্তর আলোচনা হলেও বাংলায় বাম-কংগ্রেস জোট ভেস্তে গেছে। বামেদের জেতা দুটি আসেন প্রার্থী দিয়েছে কংগ্রেস। তবে কংগ্রেসের জেতা দুই আসনে এখনও প্রার্থী দেয়নি বামেরা। তারমধ্যে একটি মালদহ দক্ষিণ।