• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ভোপালের সিরিয়াল কিলার উদয়নকে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

ভোপালের সিরিয়াল কিলার উদয়নকে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

 • Share this:

  #বাঁকুড়া: সিরিয়াল কিলার উদয়ন দাসকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া আদালত ৷ আকাঙ্ক্ষা খুনে অভিযুক্ত উদয়ন দাসকে মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয় ৷ প্রেমিকা আকাঙ্ক্ষা শর্মা ছাড়াও নিজের বাবা-মাকেও খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷

  অপহরণের সঙ্গে যুক্ত হয়েছে খুন ও দেহ সহ প্রমাণ লোপাটের ধারা ৷ ৩০২ ধারায় একাধিক খুনের মামলা রুজু হয়েছে উদয়ন দাসের বিরুদ্ধে ৷ এদিন উদয়নের হয়ে আদালতে দাঁড়ান ২ আইনজীবী ৷ তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের চেষ্টায় সওয়াল করেন উদয়নের ২ আইনজীবী ৷ উত্তরে বিচারকের মন্তব্য, ‘এটি একটি ব্যতিক্রমী ঘটনা ৷ দুটি ক্ষেত্রেই ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ৷’

  প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে সিমেন্টের বেদি বানিয়ে পুজো করেছে মাসের পর মাস ৷ একইভাবে কয়েক বছর আগে নিজের বাবা ও মাকেও খুন করে বাড়ির বাগানে পুঁতে দেওয়ার অভিযোগ উদয়নের বিরুদ্ধে ৷ ঠান্ডা মাথার এমন সিরিয়াল কিলারের স্বীকারোক্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশেই ৷

  এদিন সাইকো খুনিকে দেখতে ভিড় উপছে পড়ে আদালত চত্বরে ৷ উদয়নকে ঘিরে বিক্ষোভ দেখায় উপস্থিত জনতা ৷ রায়গড়ের এই খুনীকে লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টিও ৷ ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হয় কোর্টরুমের দরজা ৷ পরিস্থিতি আন্দাজ করেই কড়া নিরাপত্তায় এদিন উদয়নকে আদালত চত্বরে আনা হয় ৷ কমব্যাট ফোর্স ঘিরে আদালতে পেশ করা হয় তাকে ৷ আদালতের বাইরে জনতার ভিড় থেকে ক্রমাগত মৃত্যুদণ্ডের আবেদন উঠতে থাকে ৷

  এসব কিছুর মাঝে ভাবলেশহীন রায়গড়ের জ্যাক দ্যা রিপার ৷ বাঁকুড়া জেলে পৌঁছেই রাতে পুলিশের কাছে মাছ-ভাত খাওয়ার বায়না জোড়ে এই নৃশংস খুনগুলির মূল অভিযুক্ত ৷ দাবি না মেটায় শেষ পর্যন্ত চুপচাপ ভাত-ডাল-সয়াবিনের তরকারি খেয়েই ঘুম দেয় জেলের কুঠুরিতে ৷ সকালে সাদা শার্ট ও নীল ব্লেজারে আদালতে হাজির হয় সে ৷ বিচারকের পুলিশ হেফাজতের নির্দেশেও কোনও প্রতিক্রিয়া দেখায়নি উদয়ন ৷ এমনকি চেহারায় অনুশোচনার লেশ মাত্র ছিল না ৷

  First published: