#কলকাতা: নরেন্দ্রপুর খেয়াদহতে জোড়া খুনে ধৃত সৌরভ মণ্ডলকে জেরা করে সিআইডির হাতে চাঞ্চল্যকর নয়া তথ্য | তদন্তকারীদের সূত্রে খবর,আলপনা ও তার স্বামী প্রদীপ বিশ্বাসকে খুনের ঘটনার পিছনে মূল কারণ আলপনার সঙ্গে সৌরভের বন্ধু বিশাল বৈরাগীকে ঘনিষ্ট অবস্থায় দেখে ফেলেছিল আলপনার স্বামী| সেই নিয়ে বিশালকে চড় থাপ্পড় মেরেছিলেন আলপনার স্বামী প্রদীপ | সেই থেকে প্রতিহিংসা জন্মায় এবং তৈরি হতে থাকে প্রদীপকে হত্যা করার ছক| বিশাল বৈরাগী এখনও পলাতক | কিন্তু সৌরভ কেন হত্যা করল?
সিআইডি সূত্রের খবর, সৌরভ জেরায় জানায় সে সোনারপুর কলেজে কলা বিভাগের ছাত্র ছিল | কিন্তু হাত খরচ বাবদ টাকার যোগান পেতেই সঙ্গ দোষে পড়ে | বন্ধু বিশাল বৈরাগী সঙ্গে সৌরভ মণ্ডলও জড়িয়ে পড়ে অন্ধকারের দুনিয়াতে | কম পরিশ্রমে বেশি পয়সা, এই স্ট্রাটেজিতে চলতে গিয়েই বিপদ বাড়ায় সৌরভ | মোটরসাইকেল চুরি, মোবাইল চুরিতে থেমে থাকেনি সেই অন্ধকার জগতের কাজ৷ হত্যার ঘটনাতেও পাকা করে নেয় হাত | এমনকি গোয়েন্দা সূত্রের খবর, এর আগে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকলেও কোনোদিনই পুলিশের নাগালে আসেনি সে | প্রতিহংসা ছাড়াও ছিল পয়সার লোভ৷ সৌরভরা ভেবেছিল বিশাল বাগান বাড়ির মালিক আলপনারা | ফলে তাদের বাড়িতে ঢুকতে পারলে মূল্যবান জিনিস, টাকা পয়সা পাওয়া যেতে পারে | কিন্তু সেই আশা ব্যর্থ হয় | কারণ বাড়িতে তেমন টাকা গয়না কিছুই ছিল না | ফলে সৌরভ বিশালদের আরও রেগে যায়| জানতে পারে বাড়ির মালকি আলপনারা নন, এর ৫জন কর্তা রয়েছে |
কীভাবে পরিচয় হল বিশালদের সঙ্গে আলপনার? সিআইডি সূত্রে খবর, আলপনাদের বাড়ির পাশে মাঠে খেলতে আসত কমবয়সী বিশাল ও সৌরভ | সেখান থেকেই বিশাল এর সঙ্গে পরিচয় আলপনার, ও ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠেছিল নিঃসন্তান আলপনার সঙ্গে | উদ্দেশ্য ছিল প্রদীপকে হত্যা করার | কিন্তু আলপনা ছিল একমাত্র সাক্ষী, স্বামীকে হত্য়া না করার অনুরোধ করেন তিনি | তবে প্রদীপকে খুনের পর আল্পনাকে খুন করে ব্য়াগে ভরে অন্য জায়গায় ফেলে দেওয়ার কথা ছিল | কিন্তু বাইরে বৃষ্টি ও ব্য়াগ ভারি হয়ে যাওয়াতে সেই প্ল্য়ান সম্ভব হয়নি৷
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে ৩০ জুলাই নরেন্দ্রপুর থানার তিউরিয়াতে একটি বাগান বাড়ি থেকে প্রদীপ বিশ্বাস ও তার স্ত্রী আলপনা বিশ্বাস নামে দম্পতির গলা নলি কাটা দেহ উদ্ধার হয় | দেহ গুলি ব্যাগে ভরা ছিল | নিজের দোষ সৌরভ স্বীকার করে এবং বন্ধু বিশাল বৈরাগীর কথাও উল্লেখ করে | বিশাল পলাতক| তার সঙ্গে ওই বাগানবাড়ির আলপনার সম্পর্ক ছিল | কিন্তু স্বামী প্রদীপ বিশ্বাস বাধা হয়ে দাড়াচ্ছিল | ফলে বিশাল টার্গেট করে প্রদীপকে | এরপর পূর্ব পরিকল্পনা করেই খুন করে তারা|নরেন্দ্রপুর থানা ঢালুয়া থেকে কিছু দিন আগে সৌরভকে চুরির ঘটনায় গ্রেফতারের পর সিআইডি জেরায় নয়া তথ্য |
ARPITA HAZRAনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CID, Murder, Narendrapur