#কলকাতা: গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুগলের (West Bengal News)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার পূর্ব মান্দাপাড়া এলাকায়। এলাকা সূত্রে খবর, মৃত ওই যুগল ওই এলাকার নয়। গ্রাম থেকে কিছুটা দূরে মাঠের মাঝখানে একটি গাছের ডালে আজ সকালে ওই যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। একটি ওড়নায় গাছের ডালে মুখোমুখি ভাবে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামের বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রকাশ সরকার বাড়ি বংশীহারি থানার ধুমসাদিঘি এলাকায় এবং মৃত যুবতীর নাম প্রিয়া কর্মকারের বাড়ি বংশীহারী থানার চকসাদুল্লা গ্রামে।
আরও পড়ুন: নতুন কোনো পরিকল্পনা? অনুব্রত মণ্ডলকে চাপে ফেলে SSKM-এ সিবিআই! এরপর?
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের লোগো, সেই গাড়িতেই চলছিল ছাগল চুরি! তার পরের ঘটনা মারাত্মক...
এদিন এমন ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমে গ্রামবাসীদের। পরে খবর দেওয়া হয় তপন থানায়, পুলিশ ঘটনাস্থলে এসে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে যুগলের মৃত্যুর কারণ কী, সে বিষয়ে পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal news