হোম /খবর /পশ্চিম বর্ধমান /
বিধবার সঙ্গে পরকীয়া, মর্মান্তিক পরিণতি যুগলের! শিউরে ওঠা দৃশ্য পাণ্ডবেশ্বরে

Durgapur: বিধবার সঙ্গে পরকীয়া, মর্মান্তিক পরিণতি যুগলের! শিউরে ওঠা দৃশ্য পাণ্ডবেশ্বরে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মৃতা তরুণীর নাম জানিয়েছেন, তাঁর মেয়ের স্বামীর মৃত্যু হয়েছে৷ একটি সন্তানও রয়েছে তাঁর৷

  • Share this:

অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: জঙ্গলের মধ্যে গাছ থেকে ঝুলছে যুগলের দেহ৷ সাতসকালে এমনই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের কাছে খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা৷ পরে জানা গেল, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দু' জনের মধ্যে৷ তারই জেরে দু জনে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের৷

মৃতা তরুণীর নাম জানিয়েছেন, তাঁর মেয়ের স্বামীর মৃত্যু হয়েছে৷ একটি সন্তানও রয়েছে তাঁর৷ স্বামীর মৃত্যুর পর বিবাহিত এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি৷ এই নিয়েই টানাপোড়েন ছিল দুই পরিবারেই৷ সম্ভবত সে কারণেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন দু' জনে৷

আরও পড়ুন: সংসার বাঁধবে বলে ঘর ছেড়েছিল... কে জানত প্রেমের পরিণতি এই হবে

এ দিন সকালে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের অদূরে জঙ্গলের মধ্যে দু' জনকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ একটি ওড়নাই দু জনে গলায় জড়ানো অবস্থায় ঝুলতে দেখা যায় দু জনকে৷

সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাই পাণ্ডবেশ্বর থানায় খবর দেন৷ পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ তবে এটি নিছকই আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Durgapur, Suicide