Home /News /south-bengal /

বিজেপির রথযাত্রা স্থগিত, তবে অনুব্রতর নির্দেশে হল খোল-করতাল কর্মসূচি

বিজেপির রথযাত্রা স্থগিত, তবে অনুব্রতর নির্দেশে হল খোল-করতাল কর্মসূচি

Photo: Collected

Photo: Collected

 • Share this:

  #কলকাতা: বিজেপি চাইছে অমিত শাহকে এনে, রথ ছুটিয়ে, বাংলায় প্রচারের ঝড় তুলতে। বসে নেই অনুব্রতও। তাঁর হাতিয়ার কীর্তন। এদিকে, রথযাত্রা আপাতত স্থগিত ৷ রথযাত্রার সায় নেই রাজ্যের ৷ কিন্তু কথামত খোল-করতাল নিয়ে মিছিল করলেন অনুব্রত মণ্ডল ৷

  গতকাল অর্থাৎ শনিবার নানুরের খুজুটিপাড়া থেকে খোল-করতাল নিয়ে মিছিল করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা ৷ মিছিল শেষে সভা করেন অনুব্রত ৷ সেই মিছিল থেকেই ফের পাঁচন দাওয়াই অনুব্রতের ৷ এতদিন উর্বর জমি পাঁচনের বাড়িতে চাষ করার নিদান দিয়ে এসেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এদিন পাঁচন এবং লাঙলের তফাত বোঝালেন তিনি ৷ পাঁচন দিয়ে জমি উর্বরের পদ্ধতি জনসভায় বুঝিয়ে দেন অনুব্রত মণ্ডল ৷

  তিন জায়গায় বিজেপির রথযাত্রার অনুমতি দেয়নি রাজ্য সরকার । গতকালই বিজেপির অফিসে চিঠি গিয়েছিল রাজ্যের । সেই চিঠিতেই আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা ও রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির আশঙ্কা করে এই রথযাত্রার অনুমতি দেয়নি রাজ্য ।

  যদিও রাজ্যের বক্তব্য জানার পর নিজেদের সিদ্ধান্তে অবিচল থাকছে কেন্দ্রীয় শাসকদল। চিঠি পাওয়ার পর অমিত শাহের সঙ্গে কথা হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের । শাহের নির্দেশেই সোমবারেই সম্ভবত আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি, জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী ।

  First published:

  Tags: Anubrata Mondol, Birbhum, TMC

  পরবর্তী খবর