corona virus btn
corona virus btn
Loading

করোনা ভাইরাসের থাবা একবার খড়গপুর পুরসভায়!

করোনা ভাইরাসের থাবা একবার খড়গপুর পুরসভায়!

এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ কয়েকদিন ধরে খড়গপুর পুরসভার উপপুরেপ্রধান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, বলে জানা গিয়েছে।

  • Share this:

#খড়গপুর: করোনা ভাইরাসের থাবা একবার খড়গপুর  পুরসভায়। খড়্গপুর পুরসভার বিদায়ী উপপ্রধান তথা খড়গপুর পুরসভার ৬ প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য শেখ হানিফ  করোনা পজেটিভ। কদিন আগে খড়গপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক রেলকর্মীর করোনায় মৃত্যু হয়। তার পরিবারের আরও দুইজন করোনা ভাইরাসের শিকার হয়েছেন।

এর পরেই স্বাস্থ্য দফতর ঠিক করে ওই এলাকাতে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে রেপিড টেস্ট হবে৷ তাই সোমবার থেকে একসঙ্গে ৫০ জনের রেপিড টেস্ট করায় স্বাস্থ্য দফতর৷ খড়গপুর পৌরসভার বিদায় ভাইস চেয়ারম্যান লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল । মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে৷ ওই এলাকা থেকেই খড়্গপুর পুরসভার বিদায় এবং পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য শেখ হানিফ সহ তিনজন করোনা সংক্রমিত হন।

এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ কয়েকদিন ধরে খড়গপুর পুরসভার উপপুরেপ্রধান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, বলে জানা গিয়েছে।

Published by: Pooja Basu
First published: June 24, 2020, 12:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर