#দিঘা: করোনা ভাইরাসের আতঙ্কে বিপুল ক্ষতির মুখে দিঘার মৎস্যজীবীরা। মারণ ভাইরাসের দাপটে বন্ধ মাছ রফতানি। চিংড়ি, ক্যাটলফিশ, অক্টোপাস, শোল, ব্ল্যাক ইল, চাইনিজ পমফ্রেটের সবচেয়ে বড় বাজার চিন। রফতানি বন্ধে চরম লোকসানে রাজ্যের অন্যতম বড় মৎস্য নিলামকেন্দ্র শঙ্করপুর, দিঘা মোহনার মৎস্যজীবীরা। ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে।করোনায় বিদ্ধ এবার দিঘা মোহনার মাছ ব্যবসা। মারণভাইরাসের আতঙ্কে চিন-সহ বিভিন্ন দেশে বন্ধ সামুদ্রিক মাছ রফতানি। ক্যাটলফিশ, ইসকুইট, রেবনফিশ,নানা ধরণের পমফ্রেট, চিংড়ি, শোল, ব্ল্যাক ও ইয়েলো ইল -সহ বিভিন্ন সামুদ্রিক মাছের সবচেয়ে বড় বাজার চিন। রফতানি বন্ধ হওয়ায় চরম ক্ষতির মুখে দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও মৎস্যজীবীরা। এক ধাক্কায় দামও পড়েছে অনেকটা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Digha, Fish export