Home /News /south-bengal /
Coronavirus: বেজিংয়ে আটকে বোলপুরের দম্পতি, দুশ্চিন্তায় শুভমের পরিবার

Coronavirus: বেজিংয়ে আটকে বোলপুরের দম্পতি, দুশ্চিন্তায় শুভমের পরিবার

করোনার জেরে বেজিংয়ে আটকে বাংলার দম্পতি।

 • Share this:

  #বোলপুর: করোনা ভাইরাসের কারণে চিনে আটকে বাংলার দম্পতির। বেজিংয়ে আটকে রয়েছেন বোলপুরের বাসিন্দা শুভম পাল। ভাইরাসের আতঙ্কে কার্যত গৃহবন্দি অবস্থা। কর্মসূত্রে ৫ বছর বেজিংয়ে রয়েছেন শুভম। বোলপুরের বাড়িতে দুশ্চিন্তায় শুভমের পরিবার। কাজি আরিফ ইসলামের পর সাম্যকুমার রায়। করোনাভাইরাসের কারণে চিনে আটকে পড়া আরও এক বাঙালি গবেষকের খোঁজ মিলল। বর্ধমান শহরের আমতলায় বাসিন্দা সাম্যকুমার রায়। চিনের ইউহান বিশ্ববিদ্য়ালয়ে অঙ্কে পোস্ট ডক্টরেট করছেন। বাড়িতে ছুটি কাটিয়ে চলতি মাসের বাইশ তারিখই চিনে ফিরেছেন। তারপর থেকেই গৃহবন্দি। ফোন-ভিডিও কলে ছেলের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছেন সাম্যর মা-বাবা। তাঁকে ফেরাতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন। কিন্তু ছেলের চিন্তায় চোখে ঘুম নেই প্রৌঢ় দম্পতির। করোনাভাইরাসের কারণে ইতিমধ্যেই চিনে আশি জনের বেশি প্রাণ হারিয়েছেন। সিংহভাগ মৃত্যুই ইউহান শহরে। যে শহরে আটকে কাজি আরিফ-সাম্যকুমারের মতো এরাজ্যের অনেকেই।

  Published by:Ananya Chakraborty
  First published:

  Tags: Beijing, Bolpur, Coronavirus

  পরবর্তী খবর