হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লক ডাউন ভঙ্গকারীদের লজ্জায় ফেলতে বীরভূম জেলা পুলিশের অভিনব পন্থা

লক ডাউন ভঙ্গকারীদের লজ্জায় ফেলতে বীরভূম জেলা পুলিশের অভিনব পন্থা

পুলিসকে ভয় পেতে হবে না, ভয় পান করোনা কে -- এই লেখা প্ল্যাকার্ড নিয়ে বীরভূম জেলা পুলিশ কর্মীরা

  • Share this:

#বীরভূম: পুলিসকে ভয় পেতে হবে না, ভয় পান করোনা কে -- এই লেখা প্ল্যাকার্ড নিয়ে বীরভূম জেলা পুলিশের বিশেষ বার্তা লকডাউন ভঙ্গকারীদের। বীরভূমের বিভিন্ন থানা এলাকায় পুলিশ কর্মীরা হাতে এই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাতে এই লেখা দেখে অনেক ক্ষেত্রে লজ্জায় পড়ে যাচ্ছেন লক ডাউন ভঙ্গকারীরা। লকডাউন চলাকালীন একের পর এক চমক দিয়েছে বীরভূম জেলা পুলিশ। তার মধ্যে যেমন রয়েছে পুলিস বন্ধু, যারা যেকোনও মানুষের যে কোন দরকারে ফোন করলেই হাজির হচ্ছে বাড়ির দোড় গোড়ায়। বীরভূমের প্রতিটি রাস্তায় করোনা বিষয়ক সর্তকতা নিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে। এরপর এখন প্ল্যাকার্ড হাতে পুলিশ দাঁড়িয়ে বীরভূমের বিভিন্ন রাস্তায় আর তার পাশে দুজন পুলিশ আপনাকে নমস্কার স্বাগতম জানাচ্ছেন।

জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন লকডাউন যাতে সাধারণ মানুষ মানে তার জন্য এই সব পন্থা অবলম্বন করা হচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে তাহলেই সংক্রামন রোখা সম্ভব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ সামাজিক দূরত্ব মানছে না বাইরে বেরিয়ে। সেই সব মানুষদের সচেতন করার জন্যই প্ল্যাকার্ড হাতে পুলিশ নেমেছে বীরভূমের রাস্তায় রাস্তায়।

Supratim Das

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Birbhum, Coronavirus, COVID-19, Lockdown