#মুর্শিদাবাদ: করোনা-সন্দেহে ভর্তি মুর্শিদাবাদের যুবকের মৃত্যু। করোনায় আক্রান্ত কিনা এই রিপোর্ট আসার আগেই মৃত্যু যুবকের ৷ সৌদি আরব থেকে ফেরেন মুর্শিদাবাদের যুবক ৷ শনিবার ভর্তি করা হয় হাসপাতালে ৷ দীর্ঘদিন ধরে ভুগছিলেন হাই সুগারে ৷ এদিন করোনায় আক্রান্ত কিনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় নাইসেডে ৷ কিন্তু তার আগেই বিকেলে মৃত্যু যুবকের ৷জিনারুল শেখ নামে ওই ব্যক্তি সৌদি আরবে থেকে শনিবার রাতেই ফিরে এসেছিলেন। মুর্শিদাবাদের আরও অনেকের মতই কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলেন জিনারুল। সৌদি আরবের ওমানে এক ঠিকাদার এর তত্ত্বাবধানে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। এরপরে হঠাৎ করে জিনারুল অসুস্থ হয়ে যান। তারপরই তাকে ওই ঠিকাদারি বাড়ি পাঠাবার ব্যবস্থা করেন। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নেমে ট্রেনে করে বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন জিনারুল। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকেরা করোনা সন্দেহে ভর্তি করে নেন। জ্বর ও কাশি থাকায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় ৷
শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা ৷ করোনার জন্য নমুনা পরীক্ষার রিপোর্ট হাসপাতাল হাতে পাবে সোমবার ৷ ততক্ষণ বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়মে সংরক্ষণ করা হবে মৃতদেহ ৷ রিপোর্টে কোভিট ১৯ মিললে, এটিই হবে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু ৷ অন্যদিকে, সৌদি আরবের ওমান ফেরত আরেকব্যক্তি রবিবারই করোনা সন্দেহে ভর্তি হয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ দেশজুড়ে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও চোখ রাঙাচ্ছে চিনা ভাইরাস। কিন্তু ঢাল-তরোয়াল ছাড়া করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত স্বাস্থ্য দফতর?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona death, Corona in China, Corona in india, Corona in West Bengal, Corona terror, Corona Virus, Corona virus outbreak, Corona virus threat